Argentina vs France, FIFA World Cup 2022 Final Live Score: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আর্জেন্টিনা বনাম ফ্রান্স
দোহা: লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা (Argentina)। প্রত্যাশার পারদ চড়ছিল টুর্নামেন্টের শুরু থেকেই। একটাই নাম, লিওনেল মেসি। ফুটবল সম্রাট, ফুটবলের রাজপুত্র, এমন বিশেষণ যোগ হয়েছে পেলে, মারাদোনার সঙ্গে। মেসির জন্য ঠিক কী যোগ হবে! সর্বকালের ‘অন্যতম’ সেরা হয়েই কি থেকে যেতে হবে? প্রত্যাশার পারদ নামতে খুব বেশি সময় লাগেনি কাতারে। মরুদেশে যেমন হয়। দিনে প্রচণ্ড গরম, রাতে একই রকম ঠান্ডা পরিবেশ! লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার ক্ষেত্রেও তাই হয়েছিল। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে প্রবেশ আর্জেন্টিনার (Qatar World Cup 2022)। তারপর একটা অঘটন। ঝড়ঝাপ্টা পেরিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা।
ভুললে চলবে না, ফাইনালে আর্জেন্টিনার সামনে গত বারের চ্যাম্পিয়ন কিন্তু ফ্রান্স। দলটির সবচেয়ে বড় সারপ্রাইজ হয়তো অলিভিয়ের জিরো। রাশিয়া বিশ্বকাপে তাঁর ভূমিকা বোধগম্য হয়নি। বেঞ্জেমা থাকলে হয়তো রিজার্ভ বেঞ্চেই জায়গা হত। জিরো এবার গোল করছেন, করাচ্ছেনও। তেমনই ভুললে চলবে না আতোঁয়া গ্রিজম্য়ানের কথা। তাঁর অবদান বোঝা কঠিন। কিন্তু এই ফরাসি দলের চালিকাশক্তি গ্রিজম্য়ানই। আর তারকা! কিলিয়ান এমবাপে।