এখনই অবসর নয়, আর্জেন্টিনার জার্সিতে ফের খেলবেন, বিশ্বজয়ের রাতে জানিয়ে দিলেন মেসি


দুলাল দে: বিশ্বজয়ের রাতে শুধু মন জিতলেন না। মন ভাল করার খবরও দিয়ে গেলেন লিও মেসি। এবারের বিশ্বকাপ (Qatar World Cup) মেসিময়। আর্জেন্টিনা শিবিরে এতদিন ধরে শোনা যাচ্ছিল বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। কিন্তু বিশ্বজয়ের রাতে মত বদলালেন আর্জেন্টিনার স্বপ্নের সওদাগর। এলএম টেন (LM 10) জানিয়ে দিলেন, শেষ ম্যাচ নয়। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে আরও কয়েকটা ম্যাচ খেলে যেতে চান তিনি।

রবিবার মহারণ শেষে তাঁকে যখন স্বদেশীয় সংবাদমাধ্যম অবসর প্রসঙ্গে জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে মেসি (Leo Messi) বলেন, ‘বিশ্বসেরা ফুটবলার (FIFA World Cup) হিসেবে আমি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলতে চাই।’ যার অর্থ বিশ্বজোড়া মেসিপ্রেমীরা এখনও নীল-সাদা জার্সি গায়ে খেলতে দেখবেন মেসিকে। হয়তো সামনের কোপাতেও (Copa America)। আসলে পুরো দলটার সঙ্গে যেভাবে তিনি জড়িয়ে, আর যে ফর্মে রয়েছেন, এখনই জাতীয় দল থেকে অবসর নিতে চাইছেন না। তবে বিশ্বকাপে খেলা যে তাঁর শেষ হয়ে গেল, এদিনই পরিস্কার করে দিয়েছেন তিনি। ফাইনাল খেলার আগেই ঘোষণা করে দিয়েছিলেন, এটাই শেষ বিশ্বকাপ। তাহলে কি ফাইনাল খেলার আগেই তিনি বুঝে গিয়েছিলেন, অবশেষে তাঁর কাছে আসতে চলেছে বিশ্বকাপ? এদিন ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে ভীষণভাবে বিশ্বকাপটা পেতে চাইতাম। এবার কয়েকটা ম্যাচের পরেই মনে হতে লাগল, ভগবান হয়তো আমার প্রার্থনা শুনেছেন। মনে হতে লাগল, ভগবান এবার নিশ্চযই আমাকে বিশ্বকাপটা দেবেন। আর দেখুন, সব কিছু কত সুন্দর লাগছে।’

পরে সোশ্যাল মিডিয়া পোস্টেও একই কথা লেখেন লিও। সঙ্গে জানিয়ে দেন, বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরে যেতে তিনি কতটা উৎসুক। বলে দিলেন, আমি জানি আমাদের জার্সিতে তিন তারা দেখে গোটা আর্জেন্টিনা পাগল হয়ে যাবে। যা খবর তাতে পুরো দল নিয়ে চাটার্ড বিমানে সোমবারই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস উড়ে যাওয়ার কথা ফুটববলারদের। মেসি বললেন, ‘আমি আর অপেক্ষা করছে পারছি না। ভাবছি, কতক্ষনে বিশ্বকাপটা নিয়ে দেশে পৌঁছবো। জার্সিতে এবার থেকে আমাদেরও তিন তারা। জানি, এই বিশ্বকাপ আর তিন তারার জার্সি দেখে আর্জেন্টিনার (Argentina) রাস্তায় মানুষ পাগল হয়ে যাবে।’

কথা বলতে বলতে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন যে মিক্সড জোনে দাঁড়িয়ে বারবার করে হাতে ধরে থাকা বিশ্বকাপটা চুমু খাচ্ছিলেন। তারপর আবেগে ভেসে গিয়ে বলছিলেন, ‘কোপা পেয়েছি। বিশ্বকাপ পেয়েছি। জীবনে আর কী চাই? সব পেয়েছি আমি। এভাবেই নিজের ফুটবল কেরিয়ার শেষ করার স্বপ্ন দেখতাম। আর আমি এখন সেই প্রায় শেষেই এসে পৌঁছে গিয়েছি। তবে এই জাতীয় দলে সত্যিই আমি খুব আনন্দে থাকি। তাই বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে হয়তো আরও কয়েকটা ম্যাচ খেলব। তারপর কী করব দেখা যাক…।’ কথা বলতে বলতে আবেগে ভেসে যাচ্ছিলেন ফুটবল ঈশ্বর। আজ তো তাঁরাই দিন। কোনও ফুটবলার, তাঁর কেরিয়ার শুরু করে এরকমই তো একচা দিনের অপেক্ষায়। কারও হয়। কারও হয় না। মেসির মতো ফুটবল ঈশ্বর হলে সব সম্ভব।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply