Emiliano Martinez: বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের অন্যতন নায়ক কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের নাটকীয় ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত।
Image Credit source: Twitter
দোহা: ‘ব্যাটল অফ লুসেলে’ ২০১৮ বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্ব সেরার শিরোপা জিতেছে লা আলবিসেলেস্তেরা। ৩৬ বছর পর বিশ্বকাপের স্বাদ পেল আকাশি-সাদা শিবির। ফ্রান্সকে পরাস্ত করতে যে সকল আর্জেন্টাইন তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন আর্জেন্টিনার (Argentina) গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তবে জয়ের পরই উত্তেজনার বশে একাধিক বিতর্কমূলক কাজ করে বসেন তিনি। কী কান্ড ঘটালেন ডিবু মার্টিনেজ? তুলে ধরল TV9 Bangla।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের অন্যতন নায়ক কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের নাটকীয় ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। পেনাল্টি শ্যুট আউটে কিংসলে কোম্যানের শটটি সেভ করে দলকে এগিয়ে দেন তিনি। সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভসও জেতেন এমিলিয়ানো। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোল্ডেন গ্লাভস নেওয়ার সময় অশ্লীল অঙ্গভঙ্গী করে বিতর্কে জড়ান তিনি। এ ছাড়া আরও বিতর্ক রয়েছে।
“A minute of silence for … Mbappe!” ?
Emiliano Martinez during Argentina’s dressing room celebration.
(via nicolasotamendi30/Instagram) pic.twitter.com/dwm3IrUNWG
— ESPN FC (@ESPNFC) December 18, 2022
এখানেই শেষ নয়, জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে আনন্দ উচ্ছাসে মাতেন লা-আলবিসেলেস্তেরা। সেখানেই সতীর্থদের কাঁধে হাত নিয়ে নৃত্যের তালে তাঁকে বলতে শোনা যায়, এক মিনিট নীরবতা এমবাপের জন্য, যিনি আর ‘আমাদের’ মধ্যে নেই। জয়ের পরে স্কালোনির শিষ্যদের মুখে এই গান নতুন নয়। তাঁরা বলে থাকেন, ‘এক মিনিট নীরবতা কার জন্য?’ সতীর্থদের এই শূন্যস্থান পূরণ করে দিবু তথা এমিলিয়ানো ফ্রান্স সুপারস্টার কিলিয়ান এমবাপের নাম। জয়ের পর এমিলিয়ানোর এই ধরনের আচরণের তীব্র নিন্দা করছেন অনেকেই।