‘দিয়েগো আজ নিশ্চয়ই হাসছে’, বিশ্বকাপ জয়ের পর মেসিদের শুভেচ্ছা পেলের


Published by: Sulaya Singha |    Posted: December 19, 2022 6:46 pm|    Updated: December 19, 2022 6:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ক্লাবের জার্সিতে নয়, দেশের জন্যও তিনি নিবেদিত প্রাণ। দেশকে বিশ্বদরবারে সেরার শিরোপা এনে দিতে নিজের সবটুকু উজাড় করে দিতে পারেন তিনি। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত ট্রফি এসে দিয়েছেন তিনি। প্রমাণ করেছেন তিনিই সর্বকালের সেরা। বিশ্বজয়ের পর তাই সেই লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করলেন না কিংবদন্তি পেলে। বলে দিলেন, যোগ্য হিসেবেই বিশ্বকাপ পেয়েছেন মেসি।

বিশ্বকাপ (FIFA World Cup 2022) চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন ফুটবল সম্রাট পেলে। তবে দলের মনোবল অটুট রাখতে হাসপাতালের বেডে শুয়েই নেইমারদের বার্তা দিয়েছিলেন। ব্রাজিলকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যায় সেলেকাওরা। উলটোদিকে একের পর এক হার্ডল পেরিয়ে ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। আর রুদ্ধশ্বাস ফাইনালে বাস্তিল দূর্গ ভেঙে জয়ের ইতিহাস রচনা করেন মেসি (Lionel Messi)। প্রথমবার বিশ্বজয়ের স্বাদ চেটে-পুটে উপভোগ করেন ৩৪ বছরের রোজারিওর রাজপুত্র। তাঁর এহেন কৃতিত্বে শামিল না হলে উপায় আছে? তাই তো মেসিকে প্রশংসায় ভরিয়ে দিলেন পেলে (Pele)।

[আরও পড়ুন: ‘দুজন বিচারপতি বসে সিদ্ধান্ত নিতে পারেন না’, সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধে সরব BJP সাংসদ]

পেলে লিখেছেন, “ফুটবল আবার নিজের কাহিনি শোনালো। এবার অতি চিত্তাকর্ষক ভঙ্গিতে। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতল। যোগ্য হিসেবেই জিতেছে। আফ্রিকার জয় দেখে দারুণ লাগছে। আর্জেন্টিনাকে অভিনন্দন। আজ নিশ্চয়ই দিয়েগো হাসছে।” বিশ্বজয়ের পরই মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন তাঁর পিএসজির সতীর্থ নেইমার। ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডোও মেসিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। এবার পেলের আশীর্বাদও পেলেন মেসি।

তবে শুধু মেসিকে নয়, রবিবার রাতে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক নায়ক হওয়া কিলিয়ান এমবাপের প্রতি নিজের ভালবাসা উজাড় করে দে পেলে। ফরাসি স্ট্রাইকারকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেন তিনি। লেখেন, “আমার প্রিয় বন্ধু এমবাপে। ফাইনালে চারটে গোল করেছ তুমি। ভবিষ্যৎ ফুটবলকে কী অসাধারণ উপহার দিলে তুমি।” পাশাপাশি টুর্নামেন্টে মরক্কোর অনবদ্য পারফরম্যান্সের জন্য তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন পেলে।

[আরও পড়ুন: ভারতেই জন্ম মেসির! আর্জেন্টিনা বিশ্বজয়ের পর কংগ্রেস সাংসদের টুইটে তাজ্জব নেটদুনিয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply