Emiliano Martinez : বিশ্বমঞ্চ দাঁড়িয়ে কী ভাবে এমন কাজ করলেন তিনি? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই কাজের জন্য ফিফা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিতে পারেন বলে মনে করছেন অনেকেই। গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পিছনেও এমিলিয়ানো তথা ডিবুর অবদান নিঃসন্দেহে মনে রাখার মতো ছিল। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম নায়কও তিনি।
Image Credit source: Twitter
দোহা: ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে বিশ্বসেরার শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা (Argentina)। ‘ব্যাটল অফ লুসেল’ সাক্ষী থাকল এক দুর্ধর্ষ ম্যাচের। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনাল তো এমনই হওয়া উচিত। ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। রেগুলেশন টাইমে অনবদ্য একটি সেভ করেন। না হলে ম্যাচে টাইব্রেকারে গড়াত না। পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্সের গোল রুখে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক হয়ে উঠেছেন এমিলিয়ানো। বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সে জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। গোল্ডেল গ্লাভস পুরস্কার নেওয়ার সময় অদ্ভুত অঙ্গভঙ্গী করতে দেখা যায় তাঁকে। আর তা নিয়েই বিতর্কও। বিস্তারিত TV9 Bangla-য়।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল লুসেল এবং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। একদম সমানে সমানে লড়াই। ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্সের কিংসলে কোম্যানের শট দুর্দান্ত সেভ করেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। ফ্রান্সকে পরাজিত করে বিশ্বজয় করে আকাশি-সাদা ব্রিগেড। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। পোডিয়ামের উপর দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভসটি নিজের কুঁচকির কাছে চেপে ধরে অশ্লীল অঙ্গভঙ্গী করতে দেখা যায় তাঁকে।
বিশ্বমঞ্চ দাঁড়িয়ে কী ভাবে এমন কাজ করলেন তিনি? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই কাজের জন্য ফিফা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিতে পারেন বলে মনে করছেন অনেকেই। গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পিছনেও এমিলিয়ানো অর্থাৎ ডিবুর অবদান নিঃসন্দেহে মনে রাখার মতো ছিল। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম নায়কও তিনি। তবে শেষ মুহূর্তে উত্তেজিত হয়ে এমন আচরণের জন্য বিতর্কের মুখে পড়তে হল তাঁকে।