একের পর এক জয় ছিনিয়ে নিয়ে বিশ্বজয় করলেন শেষ অবধি। সাফল্যের ঝুলিতে যোগ হল বহু প্রতিক্ষিত বিশ্বকাপের শিরোপা। বিশ্বকাপের মাঝে জানিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ, পরের বিশ্বকাপ অবধি আর খেলতে পারবেন না তিনি। তবে জয়ের পরই ভক্ত মহলের মুখে হাসি ফুটিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি, দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে থেকে যাবেন আর কিছুদিন।
Image Credit source: Twitter
দোহা: কাতার বিশ্বকাপের (FIFAWorld Cup 2022) মেগা ফাইনালে ট্রাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ এল মারাদোনার দেশে। যার অন্যতম কাণ্ডারি অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপের খরা কাটাল লা আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা (Argentina) শিবিরে এখন শুধুই আনন্দ উচ্ছ্বাস। ৩৬ বছরের জমানো আনন্দ যেন বাঁধ মানছে না। সেমিফাইনাল জয়ের পরই মেসি (Lionel Messi) জানিয়ে দিয়েছিলেন, ১৮ ডিসেম্বরের বিশ্বকাপ ফাইনালই এই মঞ্চে তাঁর শেষ বিশ্বকাপ। ফুটবল বিশ্ব ভেবেই নিয়েছিল, বিশ্বকাপের পরই আর্জেন্টিনার জার্সিতে অবসর নেবেন মেসি। সেই জল্পনাতেও জল ঢাললেন খোদ মেসি। আর্জেন্টিনার সমর্থকদের স্বস্তি দিয়ে লিও জানালেন, এখানেই শেষ নয়। দেশের জার্সিতে আরও কিছুদিন আলো করে থাকবেন আন্তর্জাতিক ফুটবলের ময়দান। লিওর থেকে যাওয়ায় খবরে জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে আকাশি-সাদা শিবিরে। অবসর নিয়ে কী বললেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন? তুলে ধরল TV9 Bangla।
১৯৮৬ তে মারাদোনার হাত ধরে বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনার ঘরে। তার ঠিক এক বছর পর মেসির জন্ম। মারাদোনাকে দেখেই বড় হয়ে ওঠা লিওর। ফুটবলকে ভালোবাসার কারণও সেই মানুষটি। তখন থেকেই স্বপ্ন দেখতেন, একদিন ওই সোনালি ট্রফি উঠবে তাঁর হাতেও। শুধু লিও নন, সেইসময় আর্জেন্টিনার প্রায় সব শিশুই হয়তো কমবেশি স্বপ্ন দেখত ‘মারাদোনা’ হওয়ার। আর্জেন্টিনার নতুন প্রজন্ম এখন থেকে মেসি হয়ে উঠতে চাইবে। লিওর সেই স্বপ্ন পূরণ হল। মারাদোনার পর দেশকে বিশ্বকাপ এনে দিলেন তিনিই। ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর বহু প্রতিক্ষিত ট্রফি উঠল মেসির হাতে।
কেরিয়ারে একাধিক সাফল্য এসেছে শুধু অধরা ছিল সোনালি ট্রফিটিই। সেই লক্ষ্যে অবিচল ছিলেন মেসি। কাতার বিশ্বকাপে কার্যত জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে। অনেকদিন পর সেই পুরনো মেসিকে দেখেছে ফুটবলবিশ্ব। ঠিক যেমনটা বার্সেলোনায় দেখা যেত। একের পর এক জয় ছিনিয়ে নিয়ে বিশ্বজয় করলেন শেষ পর্যন্ত। সাফল্যের ঝুলিতে যোগ হল বহু প্রতিক্ষিত বিশ্বকাপের খেতাব। বিশ্বকাপের মাঝে জানিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ, পরের বিশ্বকাপ পর্যন্ত আর খেলতে পারবেন না। তবে জয়ের পরই ভক্ত মহলের মুখে হাসি ফুটিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না। দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে থেকে যাবেন আরও কিছুদিন। ফ্রান্স ‘বধ’-এর পর এলএম টেন বললেন, “গত বছর কোপা আমেরিকা আর এ বার বিশ্বকাপ জিতলাম। দেশের জার্সিতে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ খেলে যেতে চাই”।
অনেক বাধা বিপত্তি কাটিয়ে স্বাদ পেয়েছেন বিশ্বকাপ জয়ের। তাই এখনই সাম্রাজ্য ছেড়ে যেতে চান না ফুটবল সম্রাট। আন্তর্জাতিক ফুটবলে ময়দানে আরও কিছুদিন মেসি ম্যাজিক দেখার সুযোগে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরাও।