Lionel Messi: অসমে জন্মগ্রহণ করেছেনে লিওনেল মেসি। টুইট করে একথা জানান অসমের এক কংগ্রেস সাংসদ।
ছবি সৌজন্যে: AP
গুয়াহাটি: শেষ হয়েছে বিশ্ব ফুটবলের মহারণ। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। গোটা বিশ্ব এখন একটাই নাম জপছে- মেসি। মেসির বাঁ পায়ের জাদুতে সোনার ট্রফি এসেছে আর্জেন্টিনার ঘরে। আর টুর্নামেন্টের সেরা হয়ে গোল্ডেন বল উঠেছে মেসির হাতে। ‘রাজার মুকুট, রাজার সাজে’ মেসির ছবি এখন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে। মেসির জয়ে উন্মাদনায় ফুটছে গোটা বিশ্ব। হয়ত বিশ্বের সকল আর্জেন্টিনার সমর্থকরা চাইছিলেন মেসির হাতে একবার সোনার ট্রফি দেখা যাক। আর এই বিশ্বকাপের ফাইনাল ঘিরে সবথেকে চর্চিত যে নাম, সেই মেসিকে নিয়েই চাঞ্চল্যকর মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ।
অসমের বরপেতার কংগ্রেস সাংসদ আব্দুল খালিক টুইট করে দাবি করেন, আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি অসমে জন্মগ্রহণ করেছেন। তবে পরক্ষণেই তিনি সেই টুইটটি মুছে ফেলেন। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের জন্য প্রথমে মেসিকে অভিনন্দন জানান কংগ্রেস সাংসদ। কাপ হাতে মেসির একটি ছবি পোস্ট করে তিনি টুইটে লেখেন, ‘অন্তর থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনার অসম যোগের জন্য আমরা গর্বিত।’ তাঁর এই টুইটে এক ব্যবহারকারী মন্তব্য করে মেসির অসম যোগ সম্বন্ধে জানতে চান।
সেই প্রশ্নের জবাবে খালিক বলেন, ‘হ্যাঁ, তিনি অসমে জন্মেছেন।’ তবে পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারেন কংগ্রেস সাংসদ। এবং তিনি সেই টুইট মুছে ফেলেন। তবে ততক্ষণে কংগ্রেস সাংসদের টুইট নিয়ে জল অনেকটা গড়িয়ে গিয়েছে। এক ব্যবহারকারী এই মুছে যাওয়া টুইটে মন্তব্য করেন, ‘হ্যাঁ স্যার, সে আমার সহপাঠী ছিল।’ এই নিয়ে মিমও তৈরি হয়। এক টুইটার ব্যবহারকারী অসমের ঐতিহ্যবাহী পোশাকে মেসি ও তাঁর স্ত্রীর ছবি পোস্ট করে লেখেন, ‘বিশ্বকাপের পর মেসি ও তাঁর স্ত্রী অসমে এসেছিলেন। কখনোই ভুলতে নেই আপনি কোথা থেকে এসেছেন।’ কংগ্রেস সাংসদের টুইটের ঠাট্টা করে আরেক ব্যবহারকারী মেসির ছবি পোস্ট করে লেখেন, ‘আমি আজ জানতে পেরেছি যে, আমি অসমে জন্মেছি।’ তবে একদল ভারতীয় মেসি ও সচিন তেন্ডুলকারের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। এক টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, আর্জেন্টিনার খেলোয়াড়ের একটা মহারাষ্ট্র যোগ রয়েছে। সচিন তেন্ডুলকার ও মেসি, দু’জনেই ১০ নম্বর জার্সি পরেন বলে জানিয়েছেন তিনি।