Lionel Messi: কাতার বিশ্বকাপেই লোথার ম্যাথাউসের নজির ভেঙেছেন লিও মেসি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির ছিল ম্যাথাউসের (২৫)। মেসি খেলেছেন ২৬টি ম্যাচ। কাতারে বিশ্বকাপ জয়। গোল্ডেন বলও জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি।
Image Credit source: OWN Photograph
মিউনিখ : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমান ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত নাম। তুলনাও হয় প্রচুর। দু-জনই কেরিয়ারের শেষ বিশ্বকাপে নেমেছিলেন কাতারে। প্রত্যাশাও ছিল প্রচুর। দু-জনের পরিণতি দু-রকম। বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন লিওনেল মেসি। এক ঝাঁক বিতর্ক নিয়ে কাতারে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এক ঝাঁক বিতর্ক সঙ্গী করে কাতার ছেড়েছেন রোনাল্ডোও। শেষ ষোলোর ম্যাচের আগে জাতীয় দলের কোচের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন রোনাল্ডো। যার জেরে শেষ ষোলোর ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি সিআর সেভেনের। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া গন্সালো ব়্যামোস হ্যাটট্রিক করেন। স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালেও রোনাল্ডো প্রথম একাদশে সুযোগ পাননি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের মূল্যায়ণ তুলে ধরল TV9Bangla।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কার্যত রিজার্ভবেঞ্চেই কাটাতে হয়েছে এ মরসুমে। হাতে গোনা কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে নামার সুযোগ পেয়েছিলেন। কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এক ম্যাচে শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান রোনাল্ডো। একটি সাক্ষাৎকারে ক্লাব এবং কোচের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। বিশ্বকাপের মাঝেই ম্যান ইউয়ের সঙ্গে বিচ্ছেদ হয়। রোনাল্ডোর ক্লাব ভবিষ্যৎ আপাতত অন্ধকারেই। জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস রোনাল্ডো সম্পর্কে বলেছেন, ‘অহংবোধের জন্যই ওর কৃতিত্বগুলো ঢাকা পড়ে গিয়েছে। একটা সময় ও কত বড় মাপের ফুটবলার ছিল, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অহংবোধ যেমন ওকে ডুবিয়েছে, তেমনই দলকেও। আগামী দিনে ও কোনও দল পাবে কীনা, সন্দেহ রয়েছে। ওর এই পরিণতির জন্য খুবই খারাপ লাগে।’
বিশ্বকাপের শুরুতে যেমন মেসি এবং রোনাল্ডোর তুলনা উঠেছিল, বিশ্বকাপ শেষেও। সেই প্রসঙ্গে ম্যাথাউস বলছেন, ‘বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ রোনাল্ডো। ঠিক মেসির উল্টো। মেসি চ্যাম্পিয়ন। যোগ্য় হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে মেসি। ও আমার মতো সমস্ত ফুটবলপ্রেমীকে আনন্দ দিয়েছে। গত ১৭-১৮ বছর ধরে যেভাবে পারফর্ম করে আসছে, সকলকে আনন্দ দিয়ে আসছে, বিশ্বকাপেও সেটা করেছে। আমার কাছে সহস্রাব্দের সেরা ফুটবলার মেসি।’ কাতার বিশ্বকাপেই লোথার ম্যাথাউসের নজির ভেঙেছেন লিও মেসি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির ছিল ম্যাথাউসের (২৫)। মেসি খেলেছেন ২৬টি ম্যাচ। কাতারে বিশ্বকাপ জয়। গোল্ডেন বলও জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি।