পিএসজির সঙ্গে কি চুক্তির মেয়াদ বাড়ছে মেসির?


বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন লিও। ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামকে কাতারে বিশ্বকাপ চলাকালীন মেসির সঙ্গে দেখা গিয়েছিল। এরপরই গুঞ্জন শুরু হয়, মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন লিও।

পিএসজির সঙ্গে কি চুক্তি বাড়ছে মেসির?

Image Credit source: Instagram

দোহা: কাতারে ইতিহাস লিখলেন মেসি। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপের (FIFA World Cup 2022) শিরোপা। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। শুধু খেলেননি, খেলিয়েওছেন দলকে। কাতার বিশ্বকাপে ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট লিওর। কাতার বিশ্বকাপে মেসি ম্যাজিক দেখে মুগ্ধ ফুটবলবিশ্ব। বহু প্রতীক্ষিত সোনালি ট্রফি মেসির হাতে উঠতেই তাঁর ক্লাব পিএসজির (Paris Saint Germain F.C) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি, মেসির (Lionel Messi) সঙ্গে খোলামেলা আলোচনায় বসবেন জানালেন। তবে কী বাড়তে চলেছে পিএসজির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ? কী বললেন পিএসজি প্রেসিডেন্ট? তুলে ধরল TV9 Bangla

সৌদির বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনার মাথায় উঠেছে বিশ্বসেরার শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে যোগ হল তিনটি তারা। লা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক মেসি। তাঁর কেরিয়ারে একাধিক সাফল্য থাকলেও অধরা ছিল সোনালি ট্রফিটি। কাতার বিশ্বকাপে সেটাকে আপন করে নিলেন লিও। বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবলবিশ্ব। নেট দুনিয়া থেকে পাড়ার চায়ের দোকান ,সর্বত্রই মেসি বন্দনায় মেতেছেন সকলে। বিশ্বকাপের পারফরম্য়ান্সও নিশ্চিত করে ফুটবলারদের ক্লাব ভবিষ্যৎ। মেসির ক্ষেত্রেও তার অন্যথা হল না।

বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন লিও। ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামকে কাতারে বিশ্বকাপ চলাকালীন মেসির সঙ্গে দেখা গিয়েছিল। এরপরই গুঞ্জন শুরু হয়, মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন লিও। মেসির বয়স ৩৫ ছুঁয়েছে। আশঙ্কা করা হচ্ছিল ইউরোপের তথাকথিত নামিদামি ক্লাবে আর হয়তো নাও জায়গা হতে পারে। তবে মেসির বিশ্বকাপ জয় এবং পারফরম্যান্স পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিয়েছে। পিএসজি প্রেসিডেন্ট জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে খোলামেলা আলোচনায় বসতে চান তিনি। এই বছরের শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ম্যাজিশিয়ানের। তবে আল খেলাইফির কথায় স্পষ্ট, লিওর চুক্তির মেয়াদ বাড়াতেই আগ্রহী।

Leave a Reply