মেসি ও মিস বাম বামের কিস-কিসসা


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Dec 20, 2022 | 10:00 AM

Miss Bum Bum : মেসির কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটা! এই প্রশ্নে এখন হয়তো খুব বেশি ভাবতে হবে না লিওনেল মেসিকে। কেরিয়ারের শেষ বিশ্বকাপে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় যেন ‘ওয়েটিং লিস্ট’ এ ছিলেন। বিশ্বকাপ জিতে কনফার্ম করেছেন। বিশ্বকাপ ট্রফি পেয়েই তাতে তৃপ্তির চুম্বন লিও মেসির। আর আর্জেন্টিনা, মেসি বিশ্বকাপ জেতায় উচ্ছ্বসিত মেসির ফ্যান মিস বাম বাম সুজি কর্তেজ। মেসি কিস করলেন ট্রফিতে, মেসিকে কিস করলেন মিস বাম বাম।

Dec 20, 2022 | 10:00 AM

মেসির কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটা! এই প্রশ্নে এখন হয়তো খুব বেশি ভাবতে হবে না লিওনেল মেসিকে। কেরিয়ারের শেষ বিশ্বকাপে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় যেন 'ওয়েটিং লিস্ট' এ ছিলেন। (ছবি : ইন্সটাগ্রাম)

মেসির কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটা! এই প্রশ্নে এখন হয়তো খুব বেশি ভাবতে হবে না লিওনেল মেসিকে। কেরিয়ারের শেষ বিশ্বকাপে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় যেন ‘ওয়েটিং লিস্ট’ এ ছিলেন। (ছবি : ইন্সটাগ্রাম)

বিশ্বকাপ জিতে 'কনফার্ম' হয়েছেন। বিশ্বকাপ ট্রফি পেয়েই তাতে তৃপ্তির চুম্বন লিও মেসির। এই একটা ট্রফির স্বপ্নেই তো ফুটবল মাঠে এতদিন দাপিয়ে বেড়ানো! ট্রফি পেয়ে সেটাকে আদর না করে পারা যায়! (ছবি : ইন্সটাগ্রাম)

বিশ্বকাপ জিতে ‘কনফার্ম’ হয়েছেন। বিশ্বকাপ ট্রফি পেয়েই তাতে তৃপ্তির চুম্বন লিও মেসির। এই একটা ট্রফির স্বপ্নেই তো ফুটবল মাঠে এতদিন দাপিয়ে বেড়ানো! ট্রফি পেয়ে সেটাকে আদর না করে পারা যায়! (ছবি : ইন্সটাগ্রাম)

আর আর্জেন্টিনা, মেসি বিশ্বকাপ জেতায় উচ্ছ্বসিত মেসির ফ্যান মিস বাম বাম সুজি কর্তেজ। মেসি কিস করলেন ট্রফিতে, মেসিকে কিস করলেন মিস বাম বাম। তবে সেটা বাস্তবে নয়। (ছবি : ইন্সটাগ্রাম)

আর আর্জেন্টিনা, মেসি বিশ্বকাপ জেতায় উচ্ছ্বসিত মেসির ফ্যান মিস বাম বাম সুজি কর্তেজ। মেসি কিস করলেন ট্রফিতে, মেসিকে কিস করলেন মিস বাম বাম। তবে সেটা বাস্তবে নয়। (ছবি : ইন্সটাগ্রাম)

আর্জেন্টিনা বিশ্বকাপ জিততেই টেলিভিশনের পর্দায় লিও মেসিকে কিস করলেন মিস বাম বাম সুজি কর্তেজ। সেই মুহূর্তে পর্দায় মেসি ট্রফিতে কিস করছিলেন। পরিস্থিতিটা এমন যেন, মেসি ও 'মিস' একসঙ্গে ট্রফিতে কিস করছেন! (ছবি : ইন্সটাগ্রাম)

আর্জেন্টিনা বিশ্বকাপ জিততেই টেলিভিশনের পর্দায় লিও মেসিকে কিস করলেন মিস বাম বাম সুজি কর্তেজ। সেই মুহূর্তে পর্দায় মেসি ট্রফিতে কিস করছিলেন। পরিস্থিতিটা এমন যেন, মেসি ও ‘মিস’ একসঙ্গে ট্রফিতে কিস করছেন! (ছবি : ইন্সটাগ্রাম)

লিও মেসির জন্যই আর্জেন্টিনার সমর্থক হয়েছিলেন সুজি। ইতিমধ্যেই মেসিকে নিয়ে শরীরের বিশেষ অংশে বেশ কিছু ট্যাটু করেছেন মিস বাম বাম। এ বার মেসির হাতে বিশ্বকাপ দেখার সুযোগও হল। তেমনই নায়ক মেসিকে কিস করার স্বপ্ন পূরণও। হোক না তা টেলিভিশনের পর্দায়! (ছবি : ইন্সটাগ্রাম)

লিও মেসির জন্যই আর্জেন্টিনার সমর্থক হয়েছিলেন সুজি। ইতিমধ্যেই মেসিকে নিয়ে শরীরের বিশেষ অংশে বেশ কিছু ট্যাটু করেছেন মিস বাম বাম। এ বার মেসির হাতে বিশ্বকাপ দেখার সুযোগও হল। তেমনই নায়ক মেসিকে কিস করার স্বপ্ন পূরণও। হোক না তা টেলিভিশনের পর্দায়! (ছবি : ইন্সটাগ্রাম)


Most Read Stories

Leave a Reply