Miss Bum Bum : মেসির কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটা! এই প্রশ্নে এখন হয়তো খুব বেশি ভাবতে হবে না লিওনেল মেসিকে। কেরিয়ারের শেষ বিশ্বকাপে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় যেন ‘ওয়েটিং লিস্ট’ এ ছিলেন। বিশ্বকাপ জিতে কনফার্ম করেছেন। বিশ্বকাপ ট্রফি পেয়েই তাতে তৃপ্তির চুম্বন লিও মেসির। আর আর্জেন্টিনা, মেসি বিশ্বকাপ জেতায় উচ্ছ্বসিত মেসির ফ্যান মিস বাম বাম সুজি কর্তেজ। মেসি কিস করলেন ট্রফিতে, মেসিকে কিস করলেন মিস বাম বাম।
Dec 20, 2022 | 10:00 AM