France Football Team: হাতে নেই ট্রফি, ম্লান মুখে দেশে ফিরলেন এমবাপেরা


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Dec 20, 2022 | 12:52 PM

ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া ফ্রান্সের। কাতারকে বিদায় জানিয়ে শিষ্যদের নিয়ে দেশে ফিরে গিয়েছেন কোচ দিদিয়ের দেঁশ। এয়ারপোর্ট ও হোটেলের বাইরে তাঁদের শুভেচ্ছা জানানোর জন্য হাজির কয়েকশো মানুষ।

Dec 20, 2022 | 12:52 PM

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নে ইতি ঘটেছে ২০১৮-এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। কাতারকে বিদায় জানিয়ে দেশে ফিরে গিয়েছে 'লেস ব্লুজ'। (ছবি:টুইটার)

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নে ইতি ঘটেছে ২০১৮-এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। কাতারকে বিদায় জানিয়ে দেশে ফিরে গিয়েছে ‘লেস ব্লুজ’। (ছবি:টুইটার)

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে না হারলে ইতালি ও ব্রাজিলের পর প্রথম দেশ হিসেবে পরপর দু'বার বিশ্বকাপ জেতার নজির গড়তে পারত ফ্রান্স। কোচ দিদিয়ের দেশঁ-র কাছে সুযোগ থাকত কোচ হিসেবে পরপর দু'টি বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর। (ছবি:টুইটার)

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে না হারলে ইতালি ও ব্রাজিলের পর প্রথম দেশ হিসেবে পরপর দু’বার বিশ্বকাপ জেতার নজির গড়তে পারত ফ্রান্স। কোচ দিদিয়ের দেশঁ-র কাছে সুযোগ থাকত কোচ হিসেবে পরপর দু’টি বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর। (ছবি:টুইটার)

প্যারিসে তাদের স্বাগত জানানোর জন্য কয়েকশো লোক হাজির হন প্লেস দে লা কনক্রোডে। দেশের নায়কদের শুভেচ্ছা বার্তা দেন তাঁরা। বিশ্বকাপ ঘরে না ফিরলেও ফ্রান্সের কাছে এমবাপেরাই সেরা। বুঝিয়ে দিল আইফেল টাওয়ারের দেশ। (ছবি:টুইটার)

প্যারিসে তাদের স্বাগত জানানোর জন্য কয়েকশো লোক হাজির হন প্লেস দে লা কনক্রোডে। দেশের নায়কদের শুভেচ্ছা বার্তা দেন তাঁরা। বিশ্বকাপ ঘরে না ফিরলেও ফ্রান্সের কাছে এমবাপেরাই সেরা। বুঝিয়ে দিল আইফেল টাওয়ারের দেশ। (ছবি:টুইটার)

রাতের অন্ধকারেও সুস্পষ্ট ফরাসি সুপারস্টার এমবাপের ম্লান মুখ। গোল্ডেন বুট পেয়েও বিশ্বকাপ হাতছাড়া হওয়ার কষ্ট তাঁর চোখেমুখে। (ছবি:টুইটার)

ম্লান মুখেই হোটেল থেকে ভক্ত-সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন গোল্ডেন বুট জয়ী এমবাপে। তাঁর পাশে দাঁড়িয়ে কোচ দিদিয়ের দেঁশ। তাঁর মুখে সৌজন্যের হাসি। (ছবি:টুইটার)

ম্লান মুখেই হোটেল থেকে ভক্ত-সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন গোল্ডেন বুট জয়ী এমবাপে। তাঁর পাশে দাঁড়িয়ে কোচ দিদিয়ের দেঁশ। তাঁর মুখে সৌজন্যের হাসি। (ছবি:টুইটার)

ফ্রান্স তারকা অলিভিয়ের জিরোর গলায় দেখা গেল ফ্রান্সের পতাকার রঙের হাওয়াইন স্টাইল হার। বিমানবন্দরের কর্মীরা তাঁদের বরণ করতে ভোলেননি। (ছবি:টুইটার)

ফ্রান্স তারকা অলিভিয়ের জিরোর গলায় দেখা গেল ফ্রান্সের পতাকার রঙের হাওয়াইন স্টাইল হার। বিমানবন্দরের কর্মীরা তাঁদের বরণ করতে ভোলেননি। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply