Aurelien Tchouameni : কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল বিতর্ক সঙ্গে নিয়ে। শেষ হল নাটকীয় ফাইনাল দিয়ে। শেষ হাসি হাসল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। দুই লিওনেলের জাদুতে বিশ্বসেরার খেতাব জিতে নিয়েছে লা আলবিসেলেস্তেরা। রবিবার লুসেলে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ গড়ায় টাইব্রেকার অবধি। পেনাল্টি শ্যুট আউটে শট মিস করেন শৌমেনি। তাঁর এই মিসেই এগিয়ে যান মেসিরা।
Image Credit source: twitter
দোহা: বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে আর্জেন্টিনার কাছে হার। টানা দু’বার বিশ্বকাপ জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়েছে ফ্রান্স। রবিবার লুসেল স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থেকেছে ফুটবল বিশ্ব। টাইব্রেকারে ৪-২ ব্যাবধানে আর্জেন্টিনার (Argentina) কাছে হার ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। নাটকীয় ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। পেনাল্টি শ্যুট আউটে শট মিস করেন ফ্রান্স তারকা অরেলিয়েঁ শৌমেনি (Aurelien Tchouameni)। টাইব্রেকারে শট মিস করার সময় তাঁর মনে কী চলছিল, জনসমক্ষে আনলেন ২২ বছরের শৌমেনি। অনবদ্য খেলেও একটা মিসেই রাতারাতি খলনায়ক বনেছিলেন। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল বিতর্ক সঙ্গে নিয়ে। শেষ হল নাটকীয় ফাইনাল দিয়ে। শেষ হাসি হাসল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। দুই লিওনেলের জাদুতে বিশ্বসেরার খেতাব জিতে নিয়েছে লা আলবিসেলেস্তেরা। রবিবার লুসেলে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ গড়ায় টাইব্রেকার অবধি। পেনাল্টি শ্যুট আউটে শট মিস করেন শৌমেনি। তাঁর এই মিসেই এগিয়ে যান মেসিরা। ফ্রান্স ইয়ংস্টার নীরবতা ভেঙে এ বার টুইট করলেন। লিখেছেন, ‘প্রথমেই এই হারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। এই পরাজয়ের তিক্ততা, অবসাদ থেকে সামলে উঠতে আমার সময় লাগবে’।
Il faudra du temps pour digérer l’amertume et la frustration.
On aura tout essayé. J’ai pris mes responsabilités, ça n’a pas marché et j’en suis le premier désolé.
Je suis persuadé que l’avenir de l’@equipedefrance s’annonce radieux, surtout si on peut compter sur vous ???? pic.twitter.com/GNgiYZvIUi
— Tchouameni Aurélien (@atchouameni) December 19, 2022
কাতার বিশ্বকাপেই ফুটবলের এত বড় মঞ্চে অভিষেক হয় শৌমেনির। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলেছেন তিনি। দেশের জার্সিতে পুরো আসরে গোল করেছেন একটি। ২২ বছরের শৌমেনি ক্লাব ফুটবলে খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। মাদ্রিদে তাঁর পারফরম্যান্স দেখেই তাঁকে কাতারের টিকিট দেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে লড়াইয়ের মাঠে নেমেছিলেন ফরাসি ইয়ংস্টার। স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনা সামলাতেই তাই একটু সময় চেয়ে নিচ্ছেন।