ভারতীয় ক্রিকেট বোর্ড এ বার থেকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের যে নতুন নিয়ম আনতে চলেছে, তা আগামী দিনে এই ফর্ম্যাটকে আরও আকর্ষণীয় করে তুলবে। কী সেই নিয়ম?
কেন বিদেশি ক্রিকেটাররা আইপিএলে ‘পরিবর্ত’ হিসেবে নামতে পারবেন না?
নয়াদিল্লি: আগামী আইপিএল (IPL 2023) থেকে ‘খেলা বদল’এর নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ড এ বার থেকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের যে নতুন নিয়ম আনতে চলেছে, তা আগামী দিনে এই ফর্ম্যাটকে আরও আকর্ষণীয় করে তুলবে। কী সেই নিয়ম? আইপিএলে ম্যাচের মাঝে যে কোনও টিম প্রয়োজন মতো একজন প্লেয়ার বদলাতে পারবে। যে নিয়মকে বলা হচ্ছে, ট্যাক্টিকল সাবস্টিটিউশন বা ইম্প্যাক্ট প্লেয়ার। বোলিং বা ফিল্ডিংয়ের সময় প্রয়োজন মতো ক্রিকেটার বদলানো যাবে। যে নতুন ক্রিকেটার মাঠে নামবেন, তিনি বোলিং ও ফিল্ডিং করতে পারবেন। ঘটনা হল, এই ইম্প্যাক্ট ক্রিকেটারের ক্ষেত্রেও নতুন নিয়ম বলবৎ করবে বিসিসিআই। তা হল, কোনও বিদেশি ক্রিকেটার নন, একমাত্র ভারতীয় ক্রিকেটাররাই হতে পারবেন ইম্প্যাক্ট প্লেয়ার (Impact Player)। এ নিয়ে কী বলছে বোর্ড? তুলে ধরল TV9 Bangla।
বোর্ডের এক কর্তা বলছেন, ‘সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, টিমগুলো একমাত্র ভারতীয় ক্রিকেটারদেরই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। ট্যাক্টিকল সাবস্টিটিউশনের ক্ষেত্রে বিদেশিদের তোলা যাবে ঠিকই, কিন্তু নামানো যাবে শুধু ভারতীয় ক্রিকেটারদের। বোর্ড শুধু মাত্র ভারতের প্রতিভাবান ক্রিকেটারদের বাড়তি সুযোগ দিতে চায়। যাতে তারা নিজেদের মেলে ধরার সুযোগ পায়। এর অর্থ হল, একটা টিম চারজনের বেশি বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না।’
এই ইম্প্যাক্ট প্লেয়ারের তত্ত্বই এ বারের মিনি নিলামকে বদলে দিতে চলেছে। ভারতীয় পেস বোলারদের দিকে বাড়তি নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেই সঙ্গে অলরাউন্ডারদের দিকেও থাকবে ফোকাস। ওই কর্তা বলছেন, ‘আইপিএলে অলরাউন্ডারদের কদর বেশি। কিন্তু এমনও তো হয়, কোনও একজন অলরাউন্ডারের উপর আস্থা রাখা হয়েছিল অনেক বেশি। কিন্তু সে হয়তো প্রত্যাশা পূরণ করতে পারল না। তখন কিন্তু ভারতীয় অলরাউন্ডার, যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামবে, সে সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে। সেই কারণে নিলাম থেকে ফ্র্য়াঞ্চাইজিগুলো পেসার-অলরাউন্ডার নেওয়ার চেষ্টা করবে।’
২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল, তখনও ভাবা যায়নি যে, আগামী দিনে ক্রিকেট দুনিয়ায় প্রবল আলোড়ন ফেলে দেবে এই টি-টোয়েন্টি ফর্ম্যাট। সেই আইপিএলই এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে দামি লিগ। এই আইপিএল যাতে আকর্ষণ না হারায়, সেটাই এখন চ্যালেঞ্চ বোর্ডের কাছে।