সান্তা মানেই বাচ্চাদের চোখের সামনে ভেসে ওঠে লাল পোশাক পরা এক বুড়ো। যে ব্যাগ ভর্তি করে উপহার নিয়ে আসে। এবং সকলকে উপহার দেয় ক্রিসমাসে। সান্তা ক্লজ নিয়ে কৌতূহলের শেষ নেই। ছোটদের বিশ্বাস, বড়দিনের আগে সান্তা তাদের জন্য সুদূর বরফের দেশ থেকে উপহার নিয়ে আসেন। এ বার ম্যান সিটির এক তারকাকে দেখা গেল সান্তার বেশে।
Dec 22, 2022 | 7:00 AM