সিক্রেট সান্তা যখন ম্যান সিটির তারকা ফুটবলার


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 22, 2022 | 7:00 AM

সান্তা মানেই বাচ্চাদের চোখের সামনে ভেসে ওঠে লাল পোশাক পরা এক বুড়ো। যে ব্যাগ ভর্তি করে উপহার নিয়ে আসে। এবং সকলকে উপহার দেয় ক্রিসমাসে। সান্তা ক্লজ নিয়ে কৌতূহলের শেষ নেই। ছোটদের বিশ্বাস, বড়দিনের আগে সান্তা তাদের জন্য সুদূর বরফের দেশ থেকে উপহার নিয়ে আসেন। এ বার ম্যান সিটির এক তারকাকে দেখা গেল সান্তার বেশে।

Dec 22, 2022 | 7:00 AM

মাথা ভর্তি সাদা চুল, লম্বা সাদা দাড়ির মধ্যে চকচকে চশমা। তার আড়ালেই একমুখ হাসি। এটাই বাচ্চাদের কাছে সান্তা ক্লজের পরিচিত ছবি। ছোটদের বিশ্বাস, বড়দিনের আগে সান্তা তাদের জন্য সুদূর বরফের দেশ থেকে পছন্দের উপহার নিয়ে আসেন। (ছবি-টুইটার)

মাথা ভর্তি সাদা চুল, লম্বা সাদা দাড়ির মধ্যে চকচকে চশমা। তার আড়ালেই একমুখ হাসি। এটাই বাচ্চাদের কাছে সান্তা ক্লজের পরিচিত ছবি। ছোটদের বিশ্বাস, বড়দিনের আগে সান্তা তাদের জন্য সুদূর বরফের দেশ থেকে পছন্দের উপহার নিয়ে আসেন। (ছবি-টুইটার)

এ বার ম্যান সিটির এক তারকাকে দেখা গেল সান্তার বেশে। তিনি হাজির হলেন এক ঝাঁক খুদের কাছে তাদের সান্তা হয়ে। কথা হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনকে নিয়ে। তিনি ম্যান সিটির অভিযান, 'এ টাইম ফর গিভিং'-এ অংশ নিয়েছিলেন। (ছবি-টুইটার)

এ বার ম্যান সিটির এক তারকাকে দেখা গেল সান্তার বেশে। তিনি হাজির হলেন এক ঝাঁক খুদের কাছে তাদের সান্তা হয়ে। কথা হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনকে নিয়ে। তিনি ম্যান সিটির অভিযান, ‘এ টাইম ফর গিভিং’-এ অংশ নিয়েছিলেন। (ছবি-টুইটার)

যে অভিযানের মাধ্যমে ম্যাঞ্চেস্টারের তরুণদের স্বাস্থ্য সংক্রান্ত সহায়তার জন্য ১ লক্ষ ৯০ হাজার মিলিয়ন ইউরোর বেশি অর্থ সংগ্রহ করছে ম্যান সিটি। ক্লাবটি রয়্যাল ম্যাঞ্চেস্টার চিলড্রেনস হাসপাতালের জন্য তাদের বার্ষিক সহায়তা বজায় রেখেছে। ক্রিসমাসের সময় হাসপাতালে থাকা শিশুদের উপহার হিসেবে ৪০০টিরও বেশি ব্যাগ দিয়েছে ডি ব্রুইনদের ক্লাব। (ছবি-টুইটার)

যে অভিযানের মাধ্যমে ম্যাঞ্চেস্টারের তরুণদের স্বাস্থ্য সংক্রান্ত সহায়তার জন্য ১ লক্ষ ৯০ হাজার মিলিয়ন ইউরোর বেশি অর্থ সংগ্রহ করছে ম্যান সিটি। ক্লাবটি রয়্যাল ম্যাঞ্চেস্টার চিলড্রেনস হাসপাতালের জন্য তাদের বার্ষিক সহায়তা বজায় রেখেছে। ক্রিসমাসের সময় হাসপাতালে থাকা শিশুদের উপহার হিসেবে ৪০০টিরও বেশি ব্যাগ দিয়েছে ডি ব্রুইনদের ক্লাব। (ছবি-টুইটার)

লাল রংয়ের পোশাকে নয়। কেভিন ডি ব্রুইন সান্তা সেজে এসেছিলেন নীল রংয়ের পোশাকে। ম্যান সিটির জার্সির যে রং, ঠিক তার সঙ্গে মিলিয়ে সান্তার মতো নীল জামা ও সাদা চুল-দাঁড়ি থাকা বেশে এসেছিলেন বেলজিয়ামের তারকা। (ছবি-টুইটার)

লাল রংয়ের পোশাকে নয়। কেভিন ডি ব্রুইন সান্তা সেজে এসেছিলেন নীল রংয়ের পোশাকে। ম্যান সিটির জার্সির যে রং, ঠিক তার সঙ্গে মিলিয়ে সান্তার মতো নীল জামা ও সাদা চুল-দাঁড়ি থাকা বেশে এসেছিলেন বেলজিয়ামের তারকা। (ছবি-টুইটার)

করোনার কারণে, ফুটবলাররা ম্যাঞ্চেস্টারের খুদেদের সঙ্গেও আলাদা করে সাক্ষাৎ করেনি। প্রায় বছর তিনেক পর সামনে থেকে বাচ্চাদের উপহার দিল ম্যান সিটির ফুটবলাররা। (ছবি-টুইটার)

করোনার কারণে, ফুটবলাররা ম্যাঞ্চেস্টারের খুদেদের সঙ্গেও আলাদা করে সাক্ষাৎ করেনি। প্রায় বছর তিনেক পর সামনে থেকে বাচ্চাদের উপহার দিল ম্যান সিটির ফুটবলাররা। (ছবি-টুইটার)

ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইন 'এ টাইম ফর গিভিং'- এর সময় উপহার পেশ করতে গিয়ে বলেন, “আমরা যখন এই অভিযানের ব্যপারে শুনি, তখনই বলেছিলাম এটা ভালো উদ্যোগ। পেপ এই ফুটবল ক্লাবের জন্য অনেক কিছু করেছে। আমি নিশ্চিত, ও এই রকম কাজ চালিয়ে যাবে।" (ছবি-টুইটার)

ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইন ‘এ টাইম ফর গিভিং’- এর সময় উপহার পেশ করতে গিয়ে বলেন, “আমরা যখন এই অভিযানের ব্যপারে শুনি, তখনই বলেছিলাম এটা ভালো উদ্যোগ। পেপ এই ফুটবল ক্লাবের জন্য অনেক কিছু করেছে। আমি নিশ্চিত, ও এই রকম কাজ চালিয়ে যাবে।” (ছবি-টুইটার)

তিনি আরও বলেন, "আজ আমি এই অভিযানে অংশ নিতে পেরে একটা বিষয়ে স্পষ্ট যে, এই শিশুরা কমিউনিটি কোচদের সিটির সঙ্গে ফুটবল খেলতে ভালোবাসে। ওদের উদ্দীপনা সংক্রামক। শারীরিক এবং মানসিক সুস্থতার উপর ফুটবল খেলার প্রভাবকে অবমূল্যায়ন করা উচিত নয়। ক্রিসমাস উপলক্ষ্যে ম্যান সিটির এই অভিযানের সঙ্গী হতে পেরে গর্বিত বোধ হচ্ছে।" (ছবি-টুইটার)

তিনি আরও বলেন, “আজ আমি এই অভিযানে অংশ নিতে পেরে একটা বিষয়ে স্পষ্ট যে, এই শিশুরা কমিউনিটি কোচদের সিটির সঙ্গে ফুটবল খেলতে ভালোবাসে। ওদের উদ্দীপনা সংক্রামক। শারীরিক এবং মানসিক সুস্থতার উপর ফুটবল খেলার প্রভাবকে অবমূল্যায়ন করা উচিত নয়। ক্রিসমাস উপলক্ষ্যে ম্যান সিটির এই অভিযানের সঙ্গী হতে পেরে গর্বিত বোধ হচ্ছে।” (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply