IPL 2023 auction, Hugh Edmeades:যাঁদের মনে সংশয় ছিল, আইপিএলে নিলামের মঞ্চে এডমেডাসকে আর দেখা যাবে কী না, তা দূর করতেই যেন এই পোস্ট। অকশনের পরিবেশ যেন তাঁর পৌঁছনোতেই পূর্ণতা পেল।
Image Credit source: twitter
কোচি : গত বারের আইপিএল অনেকটাই স্মরণীয় ছিল। দশ দলের প্রতিযোগিতা, অভিষেকেই চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্স। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নজরকাড়া পারফরম্য়ান্স। তবে আইপিএলের আগে নিলাম স্মরণীয় হয়ে ছিল অন্য় একটা কারণে। নিলামের মঞ্চে দুর্ঘটনা। কিছুক্ষণের জন্য সব যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। মনে পড়ছে? ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণে যাঁর হাতুরি ঠোকার একটা আওয়াজের অপেক্ষা থাকে! সেই হিউ এডমেডাস এ বারও হাজির কোচিতে। ২০১৮ থেকে আইপিএলের অকশন মানেই হিউ এডমেডাস। তাঁকে ছাড়া নিলাম প্রক্রিয়া যেন বড্ড পানসে। বিস্তারিত TV9Bangla-য়।
গত আইপিএলে বড় নিলাম হয়েছিল। দু-দিন ধরে চলে নিলাম প্রক্রিয়া। হঠাৎই নিলামের মঞ্চে গুঞ্জন। সবাই এদিক-ওদিক দেখছে। কী হল! নিলাম প্রক্রিয়ার মাঝেই মঞ্চে পড়ে রয়েছেন এডমেডাস। আতঙ্ক ঘিরে ধরে। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাকি নিলাম প্রক্রিয়ার জন্য মঞ্চে ওঠেন চারু শর্মা। কিন্তু এডমেডাসের মতো যেন জমছিল না। দ্রুত সুস্থ হয়ে নিলামের দ্বিতীয় দিন ফের মঞ্চে এডমেডাস।
The excitement for #TATAIPLAuction just got ???? ✌️
Hugh Edmeades is all charged up as he gets ready to use his brass gavel for a long session tomorrow. ?
?: LIVE on #JioCinema
?: Dec 23, 1 PM onwards#TATAIPLAuctiononJioCinema #TATAIPL #TATAIPLonJioCinema | @IPL pic.twitter.com/Ix9omHcR74— JioCinema (@JioCinema) December 22, 2022
কোচিতে কাল আইপিএলের মিনি অকশন। ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। আর তা ঠিক হবে এডমেডাসের হাতুরির শব্দ দিয়েই। ৬২ বছরের এডমেডাস পৌঁছে গিয়েছেন কোচিতে। জিও সিনেমার তরফে একটি টুইট করা হয়েছে তাঁকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছে। সঙ্গে তাঁর পৌঁছনোর ছবি। যাঁদের মনে সংশয় ছিল, আইপিএলে নিলামের মঞ্চে এডমেডাসকে আর দেখা যাবে কী না, তা দূর করতেই যেন এই পোস্ট। অকশনের পরিবেশ যেন তাঁর পৌঁছনোতেই পূর্ণতা পেল।