বাইশের বিষাদ, টেনিসের রাজার বিদায় Post author:admin Post published:December 23, 2022 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty Updated on: Dec 23, 2022 | 8:30 AM Year Ender 2022: একটা সময় থামতে হয়। সিংহাসন ছাড়তে হয় নতুনদের জন্য। এ বছর ক্রীড়া জগতে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা, টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের অবসর। Dec 23, 2022 | 8:30 AM সেরেনা উইলিয়ামসের পর, টেনিসের আরও এক অধ্যায়ের সমাপন হয় সেপ্টেম্বর মাসে। অবসর ঘোষণা করেন টেনিসের রাজা রজার ফেডেরার। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের মাধ্যমে সবুজ ঘাসের কোর্ট, লাল সুড়কি, পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছিলেন তিনি। ছবি: টুইটার হাঁটুর চোটের কারণে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ফেডেক্স। অস্ত্রোপচারের পরও পুরোপুরি ফিট হননি। ঠিক যখন চোট সারিয়ে কোর্টে ফেরার দিন গুণছেন তাঁর ভক্তরা ঠিক তখনই অবসর ঘোষণা করেন টেনিসের রাজা। ছবি: টুইটার ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন, এক বার ফরাসি ওপেন, আট বার উইম্বলডন এবং পাঁচ বার ইউএস ওপেন জিতেছেন ফেডেরার। তাঁর অবসর ঘোষণায় টেনিসের এক স্বর্ণযুগের পরিসমাপ্তি ঘটেছিল। ছবি: টুইটার ঝুলিতে ২০টি গ্র্যান্ড স্লাম নিয়ে ২৪ বছরের দীর্ঘ কেরিয়ার ও তাঁর প্রিয় কোর্টকে বিদায় জানিয়েছিলেন রজার। প্রিয় তারকার অবসরের খবরে মন ভারাক্রান্ত হয়েছিল ভক্তদের। ফ্যানদের আবেগঘন পোস্টে সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভরে গিয়েছিল। ছবি: টুইটার লন্ডনে লেভার কাপে শেষবারের মতো কোর্টে নেমেছিলেন ফেডেরার। তাঁর প্রতিপক্ষ রাফায়েল নাদাল এই টুর্নামেন্টে ছিলেন সতীর্থ। টেনিসকে বিদায় জানালেও এই খেলার অনুরাগীদের উপহার দিয়েছেন হাজারো স্মৃতি। ছবি: টুইটার সবাইকেই একদিন থামতে হয়! চোটের কাছেই একপ্রকার হার মানতে হয়। সাম্রাজ্য থেকে বিদায় নেন সম্রাট। তবে রেখে গেছেন তাঁর সাফল্যের ডালি, যার জন্য টেনিস দুনিয়া কখনও ভুলবে না ফেডেরারকে। ছবি: টুইটার Most Read Stories Tags: ATP, Grand Slam, Legend, Rafael Nadal, Roger Federer, Serena Williams ইয়ার এন্ডার ২০২২, Tennis, Year Ender 2022, এটিপি, গ্র্যান্ড স্লাম, টেনিস, রজার ফেডেরার, রাফায়েল নাদাল, লেজেন্ড, সেরেনা উইলিয়ামস Read more articles Previous Postফিরে দেখা টেনিসের রানি সেরেনা উইলিয়ামসের না বলা ‘অবসর’ Next Postবিশ্বমঞ্চে মিতালির ‘রাজ’ শেষ হয়েছিল যে ভাবে… You Might Also Like ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট খবর, ভারত-পাকিস্তান তিন ম্যাচ! August 2, 2024 মা কালী শুনল শ্রেয়সের প্রার্থনা? রঞ্জিতে মুম্বইয়ের ৪২ নাকি বিদর্ভর ৩! March 10, 2024 IPL 2022 GT vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ April 2, 2022 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.
IPL 2022 GT vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ April 2, 2022