Christmas 2022: ক্রিসমাস মানেই গিফ্ট। বাচ্চারা এই দিন সান্তার কাছ থেকে নিজের পছন্দের গিফ্ট পাওয়ার অপেক্ষায় থাকে। একাধিক বাচ্চার জীবনে সান্তা তাদের মা-বাবাই। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এ বার এক নয়া উদ্যোগ নিয়েছে। স্থানীয় হাসপাতালে থাকা বাচ্চাদের সান্তা হয়ে গিয়েছেন ব্রুনো-মার্কাসরাই।
Dec 23, 2022 | 10:30 AM