৫ বিদেশি ক্রিকেটার, যাঁদের ওপর টাকার বন্যা হতে পারে মিনি নিলামে


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 23, 2022 | 8:45 AM

আইপিএল-২০২৩ এর জন্য দল সাজাতে আসরে নেমে পড়ল ১০ ফ্র্যাঞ্চাইজি। আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম। হাতুড়ির নীচে আসবে মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম। কোন কোন বিদেশি ক্রিকেটার এ বারের মিনি নিলামে বড় বাজি হতে চলেছে, দেখে নিন ছবিতে…

Dec 23, 2022 | 8:45 AM

আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম। এ বারের নিলামে উঠবেন মোট ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। এ বারের মিনি নিলামে বিশেষ নজর থাকবে বেন স্টোকস, স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো তারকা ক্রিকেটারদের দিকে।

আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম। এ বারের নিলামে উঠবেন মোট ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। এ বারের মিনি নিলামে বিশেষ নজর থাকবে বেন স্টোকস, স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো তারকা ক্রিকেটারদের দিকে।

বেন স্টোকস: এ বারের মিনি নিলামে ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েঠেন তিনি। যার ফলে স্টোকসকে মিনি নিলামে ১০টি দলই নেওয়ার জন্য ঝাঁপাবে। যদিও এ কথা ঠিক, যে দলের হাতে বেশি টাকা রয়েছে, তারাই স্টোকসকে কিনতে পারবে।

বেন স্টোকস: এ বারের মিনি নিলামে ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েঠেন তিনি। যার ফলে স্টোকসকে মিনি নিলামে ১০টি দলই নেওয়ার জন্য ঝাঁপাবে। যদিও এ কথা ঠিক, যে দলের হাতে বেশি টাকা রয়েছে, তারাই স্টোকসকে কিনতে পারবে।

ক্যামেরন গ্রিন: অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার ভারতের মাটিতে খেলে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দলকে বোলিংয়ের ভরসা দিতে পারেন গ্রিন। যার ফলে তাঁর মতো ইউটিলিটি ক্রিকেটারকে দলে পেতে চাইবে অনেক ফ্র্যাঞ্চাইজি।

ক্যামেরন গ্রিন: অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার ভারতের মাটিতে খেলে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দলকে বোলিংয়ের ভরসা দিতে পারেন গ্রিন। যার ফলে তাঁর মতো ইউটিলিটি ক্রিকেটারকে দলে পেতে চাইবে অনেক ফ্র্যাঞ্চাইজি।

স্যাম কারান: ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার আগে খেলতেন চেন্নাই সুপার কিংসে। ব্যাটে-বলে রীতিমতো ঝড় তুলতে ওস্তাদ স্যাম। তাঁর মতো অলরাউন্ডার দলে থাকা মানে দলের শক্তি বেড়ে যাওয়া। এ বারের মিনি নিলামে একাধিক দলের নজরে রয়েছেন বছর ২৪ এর স্যাম কারান।

স্যাম কারান: ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার আগে খেলতেন চেন্নাই সুপার কিংসে। ব্যাটে-বলে রীতিমতো ঝড় তুলতে ওস্তাদ স্যাম। তাঁর মতো অলরাউন্ডার দলে থাকা মানে দলের শক্তি বেড়ে যাওয়া। এ বারের মিনি নিলামে একাধিক দলের নজরে রয়েছেন বছর ২৪ এর স্যাম কারান।

IPL 2023 Auction: ৫ বিদেশি ক্রিকেটার, যাঁদের ওপর টাকার বন্যা হতে পারে মিনি নিলামে

হ্যারি ব্রুক: বেন স্টোকস ও স্যাম কারান ছাড়া ইংল্যান্ডের আরও এক ক্রিকেটারের দিকে এ বারের নিলামে নজর থাকতে পারে একাধিক দলের। আইপিএলে এই প্রথম বার নিলামে উঠতে চলেছেন ব্রুক। এই তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজি।

হ্যারি ব্রুক: বেন স্টোকস ও স্যাম কারান ছাড়া ইংল্যান্ডের আরও এক ক্রিকেটারের দিকে এ বারের নিলামে নজর থাকতে পারে একাধিক দলের। আইপিএলে এই প্রথম বার নিলামে উঠতে চলেছেন ব্রুক। এই তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজি।


Most Read Stories

Leave a Reply