Harry Brook, IPL 2023 Auction: ‘লাকি’ ১৩.২৫ কোটিতে সানরাইজার্সে হ্যারি ব্রুক


Harry Brook Auction Price : হ্যারি ব্রুককে নিয়ে লড়াই হবে এমনটা প্রত্যাশিতই ছিল। তবে বেস প্রাইসের থেকে সেটা ১৩ কোটি ছাপিয়ে যাবে, এমনটা যেন অপ্রত্যাশিত। বিশেষত প্রথম আইপিএলে নামছেন ব্রুক।

Image Credit source: twitter

কোচি : প্রথম আইপিএল! বিশাল দর। আইপিএলেও শিরোনামে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। সম্প্রতি শিরোনামে এসেছিলেন লাল বলের সৌজন্যে। পাকিস্তান সফরে নজির গড়েছেন। কেরিয়ারের প্রথম ৬ টেস্ট ইনিংসে করেছেন ৪৮০ রান। ১২৫ বছরের পুরনো রেকর্ডও ভেঙেছেন। ইংল্য়ান্ডের হয়ে প্রথম ৬টি টেস্ট ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল মহারাজা রণজিৎ সিংজির। তিনি করেছিলেন ৪১৮ রান। টেস্ট ক্রিকেটে সম্প্রতি নজির গড়লেও হ্যারি ব্রুককে টেস্ট স্পেশালিস্ট তকমা দেওয়া যায়, তা একে বারেই নয়। টি২০ ফরম্য়াটেও বিধ্বংসী ব্য়াটিংয়ের জন্য় নজর কেড়েছেন। আইপিএলে তাঁকে নিয়ে আগ্রহ ছিল বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির। বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। বিশাল দরে সানরাইজার্স হয়দরাবাদে হ্যারি। বিস্তারিত TV9Bangla-য়।

হ্যারি ব্রুককে নিয়ে লড়াই হবে এমনটা প্রত্যাশিতই ছিল। তবে বেস প্রাইসের থেকে সেটা ১৩ কোটি ছাপিয়ে যাবে, এমনটা যেন অপ্রত্যাশিত। বিশেষত প্রথম আইপিএলে নামছেন ব্রুক। নিলামে শুরুতে রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে মূলত লড়াই চলে ইংল্যান্ডের তরুণ ব্যাটারকে নিয়ে। রয়্যাল লড়াইয়ে জমল আইপিএলের মিনি অকশন। দর পাঁচ কোটিতে ওঠার পর লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদও। রাজস্থানের সঙ্গে দীর্ঘ লড়াই চলে। আরসিবি লড়াই থেকে সরে দাঁড়ায়। অবশেষে ১৩.২৫ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদ নেয় হ্যারি ব্রুককে।

দেশের হয়ে এখনও অবধি টি২০ ফর্ম্যাটে ২০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১৭ ইনিংসে ব্য়াটিংয়ের সুযোগ হয়েছে। তিন বার অপরাজিত থেকেছেন। ইনিংসে সর্বাধিক স্কোর ৮১ নটআউট। ব্যাটিং গড় ২৬ এর বেশি। স্ট্রাইকরেট ১৩৮-র কাছাকাছি। ইনিংস অ্য়াঙ্কর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ব্রুক। ঘরোয়া টি২০ ক্রিকেটে ব্য়াটিং গড় এবং স্ট্রাইকরেট দুটোই দেশের তুলনায় বেশি। এই ফর্ম্যাটে একটি অপরাজিত শতরানও রয়েছে। টি২০ ফরম্য়াটে সব মিলিয়ে ৯৯ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৯৩ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২১ ইনিংসে অপরাজিত থেকেছেন। প্রায় ৩৪ গড়ে রান করেছেন ২৫০০-র কাছাকাছি। ৯টি হাফসেঞ্চুরিও রয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নজর কেড়েছেন ব্রুক। অনূর্ধ্ব ১৯ স্তরে ইংল্য়ান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইংল্য়ান্ডের সর্বাধিক রান স্কোরার ছিলেন। যদিও কোয়ার্টার ফাইনালে গোল্ডেন ডাক। শৃঙ্খলাভঙ্গের জন্য় সপ্তম স্থানের প্লে-অফ ম্য়াচে বাদ পড়েন। পরবর্তীতে অবশ্য ইংল্যান্ড ক্রিকেটে তাঁর উত্থানের কাহিনিই রয়েছে। অনূর্ধ্ব ১৯ থেকে যুব দল এবং এখন সিনিয়র দলেও প্রায় নিয়মিত। ইংল্য়ান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্য়াশ লিগ, পাকিস্তান প্রিমিয়ার লিগ, ইংল্য়ান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও খেলেছেন। মূলত ব্য়াটার হলেও প্রয়োজনে মিডিয়াম পেসও করতে পারেন। প্রথম শ্রেনির ক্রিকেটে বোলিং করলেও টি২০ ফর্ম্যাটে ব্যাটিংয়েই গুরুত্ব দেন।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

Leave a Reply