চেন্নাইয়ে যোগ দিতেই ধামাকা, স্টোকসের হাতেই দলের নেতৃত্ব তুলে দিতে পারেন ধোনি!


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের গত মরশুমে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাপ্টেনের ব্যাটন তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের শুরুতেই নিজে সরে দাঁড়িয়েছিলেন নেতৃত্ব থেকে। আইপিএলের আগামী মরশুমে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারে। তবে এবার জাদেজা নয়, অধিনায়কের দায়িত্ব বেন স্টোকসের কাঁধে তুলে দিতে পারেন ধোনি।

শুক্রবার কোচিতে আয়োজিত আইপিএলের মিনি নিলামে ১৬ কোটি ২৫ লক্ষর বিনিময়ে স্টোকসকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। আর তারপর থেকেই শুরু হয়েছে নয়া গুঞ্জন। প্রশ্ন উঠছে, তবে কি ভবিষ্যতের ক্যাপ্টেনকেই বেছে নিল চেন্নাই? এই জল্পনাই আরও উসকে গেল নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট সাইরিসের কথায়। তিনি মনে করছেন, আগামী বছরই চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ধোনিকে নয়, দেখা যাবে স্টোকসকেই।

[আরও পড়ুন: কালো জোব্বায় বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন, পোশাকটি চেয়ে মোটা টাকার প্রস্তাব মেসিকে]

স্টাইরিস বলেন, “আমার মনে হয় স্টোকসই ক্যাপ্টেন হবে। আগেও আমরা দেখেছি ধোনিকে অন্য কারও হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে। তাছাড়া আইপিএল ছাড়া আরও কোনও টুর্নামেন্টও খেলে না ধোনি। তাই স্টোসকের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই আদর্শ সময়। আমার মতে, কোনও রাখঢাক না করে চেন্নাই সরাসরি বিষয়টা জানিয়ে দেবে।” এদিকে, ইংলিশ অলরাউন্ডারকে দলে পেয়ে উচ্ছ্বসিত দলের সিইও কাশী বিশ্বনাথও। স্টোকস যে অধিনায়ক হতে পারে, তাঁর মন্তব্যেও মেলে সেই ইঙ্গিত। তিনি বলে দেন, “স্টোকসে পাওয়ায় দারুণ লাগছে। আমরা সত্যিই সৌভাগ্যবান। আমাদের একজন অলরাউন্ডারের প্রয়োজন ছিল। স্টোকসকে পাওয়ায় ধোনিও ভীষণ খুশি। নেতৃত্বের অপশনও খোলা। তবে পুরোটাই সময় মতো এমএস সিদ্ধান্ত নেবে।”

উল্লেখ্য, গতবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে খেলেছিলেন স্টোকস। তবে দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে দেখা গিয়েছে তাঁকে। নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন। তাই চেন্নাইয়ের ভবিষ্যৎ ক্যাপ্টেন স্টোকস হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

[আরও পড়ুন: IPL Auction: অতীত রেকর্ড ভেঙে সবচেয়ে দামি কুরান, চমক বাংলার মুকেশ কুমারেরও]

Leave a Reply