Indian Cricket Team: ফর্ম্যাট যাইহোক। টানা ব্যর্থতা চলছে লোকেশ রাহুলের। বাংলাদেশ সফরে টেস্ট সিরিজেও চূড়ান্ত ব্যর্থ। টেস্ট সিরিজে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তাঁর ব্য়াটিংয়ের ফর্ম চিন্তা বাড়াচ্ছে। রিজার্ভ বেঞ্চে অনেকেই অপেক্ষায় রয়েছেন। বোর্ড সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়তে পারেন লোকেশ রাহুল।
Image Credit source: twitter
নয়াদিল্লি : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জের। পুরো নির্বাচন কমিটিকেই বরখাস্ত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে চেতন শর্মার বিদায়ি নির্বাচন কমিটিই দল বাছবেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজের। নতুন বছরের শুরুতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের জোড়া সিরিজ খেলবে ভারত। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এই সিরিজের দল বাছবে চেতন শর্মার কমিটি। নতুন সিলেকশন কমিটি গড়ার প্রক্রিয়াও চলছে। প্রত্যাশা করা হচ্ছে, ২৬-২৮ ডিসেম্বরের মধ্যে বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন দল নির্বাচন কমিটি বেছে নেবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দল বাছাইয়ে বড় রকমের চমক দেখা যেতে পারে। বিস্তারিত TV9Bangla-য়।
এশিয়া কাপ হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফর্ম্যাট যাইহোক। টানা ব্যর্থতা চলছে লোকেশ রাহুলের। বাংলাদেশ সফরে টেস্ট সিরিজেও চূড়ান্ত ব্যর্থ। টেস্ট সিরিজে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তাঁর ব্য়াটিংয়ের ফর্ম চিন্তা বাড়াচ্ছে। রিজার্ভ বেঞ্চে অনেকেই অপেক্ষায় রয়েছেন। বোর্ড সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়তে পারেন লোকেশ রাহুল। রোহিত শর্মার আঙুলের চোট সারেনি। এই সিরিজেও নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকেই। টি-টোয়েন্টির পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নেতৃত্ব দেওয়া হতে পারে হার্দিককে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্তা বলেছেন, ‘এখনও অবধি যা পরিস্থিতি, রোহিত এই সিরিজেও খেলতে পারবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হার্দিক নেতৃত্ব দেবেন। লোকেশ রাহুলের ক্ষেত্রে বলা যায়, টি২০ দলে ওর জায়গা ধরে রাখা কঠিন।’
লোকেশ রাহুলকে বাদ দেওয়ার পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলির মতো তারকা ব্য়াটারকেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। তবে যে নির্বাচন কমিটিকে বরখাস্ত করা হয়েছিল, তারাই দল বাছবেন, বিষয়টি অবাক করার মতোই। বোর্ড কর্তা বলছেন, ‘চেতন এবং এই কমিটির সদস্যরা এখনও ঘরোয়া ক্রিকেট দেখছে। ওরা বিজয় হাজারে পুরো টুর্নামেন্ট দেখেছে। রঞ্জি ট্রফির প্রথম দু-রাউন্ডের ম্যাচও দেখেছে। দেবাশিস মোহান্তি ইডেনে বাংলা বনাম হিমাচল প্রদেশ ম্যাচেও ছিল। বিষয়টা হল, ২৫ ডিসেম্বর অবধি এই কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিল।’