তিন বছর পর পঞ্জাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত স্যাম


IPl Auction 2023: পঞ্জাবের হাত ধরেই আইপিএলের মাঠে প্রথম পা রেখেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার কারান।

পঞ্জাবে ফেরার জন্য উত্তেজিত স্যাম কারান

Image Credit source: Twitter

নয়াদিল্লি: কোচিতে বসা ৬৬ তম আইপিএলের মিনি নিলামের (IPL Auction 2023) আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পেয়ে গিয়েছে এই লিগের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারকে। সব রেকর্ড উল্টে পাল্টে, বর্তমানে ইন্ডিয়ান প্রিমায়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের বাঁ হাতি পেসার, স্যাম কারান (Sam Curran)। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় প্রীতি জিন্টার পঞ্জাব কিংস (Punjab Kings) আইপিএ-২০২৩ এর মিনি নিলাম থেকে কিনেছে তাঁকে। পুরনো দল পঞ্জাবে ফিরতে পেরে উচ্ছ্ব সিত স্যাম। নিলামের আসরে নজির গড়ে কেমন লাগছে তাঁর? কী বলছেন সবচেয়ে দামী ক্রিকেটার? তুলে ধরল TV9 Bangla

পঞ্জাবের হাত ধরেই আইপিএলের মাঠে প্রথম পা রেখেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার কারান। ২০১৯ আইপিএলে তখনকার কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে খেলেছিলেন জীবনের প্রথম আইপিএল। এরপর ২০২০ আইপিএল নিলামের আগে তাঁকে রিলিজ করে দেয় পঞ্জাব। ২০২১-এ আইপিএল নিলামে তাঁকে কিনে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই আসরে বেশ ভালো পারফর্ম করেছিলেন কারান। ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির সিএসকে। সেই জয়ে বিশেষ অবদান ছিল স্যামের। পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি তিনি। এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে বাজিমাত করেন তিনি। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বাইশের কুড়ি-বিশের বিশ্বকাপের পারফরম্যান্সই তাঁর দর এতটা বাড়িয়ে দিয়েছে।

এই খবরটিও পড়ুন

আইপিএল মিনি নিলামের আসরে রেকর্ড গড়ে খুব স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসে ভাসছেন ২৪ বছরের স্যাম। সংবাদমাধ্যমকে তিনি জানান, নিলামের আগের দিন নাকি চিন্তায় ঘুমই হয়নি তাঁর। উত্তেজিত থাকার সঙ্গে সঙ্গেই বেশ চিন্তাতেও ছিলেন তিনি। এই রেকর্ড গড়ে ভীষণ খুশিও। এত বড় কিছু পাবেন তেমনটা আশাও তিনি করেননি। আবেগে ভেসে কারান বলেন, “যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে এসে বেশ ভালো লাগছে। মোহালি স্টেডিয়াম ভালো ভাবেই জানা আমার, এ ছাড়াও এমন সতীর্থ রয়েছে, যাঁদের আমি ভালো মতোই চিনি। তাই এটা বাড়তি সুবিধা আমার জন্য। ভারতে ফেরার কথা ভেবেই ভালো লাগছে। অনেক কিছু চলছে মাথার মধ্যে। সব শেষে এটাই বলতে চাই, আমি আশাবাদী ভালো পারফর্ম করতে পারব।” তাঁর কথায় স্পষ্ট যে পুরনো দলে ফিরতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। পঞ্জাবের জার্সিতে তাঁকে আবার আইপিএলের মঞ্চে দেখতে পাওয়ার সুযোগে আনন্দিত তাঁর ভক্তরাও।

Leave a Reply