Lionel Messi: বাইশের শেষে, বিশ্বকাপ মেসির দেশে


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 24, 2022 | 8:45 AM

Year Ender 2022: ক্রীড়া জগতে বাইশের সেরা মুহূর্ত বাছলে, নিঃসন্দেহে তালিকায় শীর্ষে থাকবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি। ২০১৪ সালে ফাইনালে উঠলেও কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোঁচাতে পারেননি। অবশেষে, বিশ্বকাপ ‘এলএম’-এর দেশে।

Dec 24, 2022 | 8:45 AM

দীর্ঘ ৩৬ বছরের খরা পার করে বিশ্বকাপ এসেছে মারাদোনা ও মেসির দেশে। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে পরাস্থ করে বিশ্বকাপ জিতে নিয়েছে লা আলবিসেলেস্তেরা। ছবি: টুইটার

দীর্ঘ ৩৬ বছরের খরা পার করে বিশ্বকাপ এসেছে মারাদোনা ও মেসির দেশে। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে পরাস্থ করে বিশ্বকাপ জিতে নিয়েছে লা আলবিসেলেস্তেরা। ছবি: টুইটার

এর আগে শেষ বার ১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে শেষ বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনায়। দীর্ঘ ৩৬ বছর পর আবার আর্জেন্টিনাকে জয়ের স্বাদ এনে দিয়েছেন লিও মেসি। ছবি: টুইটার

এর আগে শেষ বার ১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে শেষ বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনায়। দীর্ঘ ৩৬ বছর পর আবার আর্জেন্টিনাকে জয়ের স্বাদ এনে দিয়েছেন লিও মেসি। ছবি: টুইটার

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আনন্দ উচ্ছাসে ভাসতে দেখা গিয়েছিল আর্জেন্টিনা শিবিরকে। মেসিরা দেশে ফিরতেই বুয়েনস আইরেসের রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নামে। ছবি: টুইটার

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আনন্দ উচ্ছাসে ভাসতে দেখা গিয়েছিল আর্জেন্টিনা শিবিরকে। মেসিরা দেশে ফিরতেই বুয়েনস আইরেসের রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নামে। ছবি: টুইটার

দেশের নায়কদের সম্মান জানাতে ভোলেনি আর্জেন্টিনাবাসী। জয় উদযাপনের জন্য আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটি দেওয়া হয়। ছবি: টুইটার

দেশের নায়কদের সম্মান জানাতে ভোলেনি আর্জেন্টিনাবাসী। জয় উদযাপনের জন্য আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটি দেওয়া হয়। ছবি: টুইটার

গত বছর কোপা আমেরিকা আর এই বছর বিশ্বকাপ। অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালোনি। দুই লিওর যুগলবন্দিতে পর পর সাফল্য এল আর্জেন্টিনার ঘরে। ছবি: টুইটার

গত বছর কোপা আমেরিকা আর এই বছর বিশ্বকাপ। অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালোনি। দুই লিওর যুগলবন্দিতে পর পর সাফল্য এল আর্জেন্টিনার ঘরে। ছবি: টুইটার

গ্রুপ পর্বে সৌদির বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল লিওনেল স্কালোনিরা। তারপর দারুণ প্রত্যাবর্তন হয়েছিল। একের পর এক জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছিল আকাশি-সাদা শিবির। ছবি: টুইটার

গ্রুপ পর্বে সৌদির বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল লিওনেল স্কালোনিরা। তারপর দারুণ প্রত্যাবর্তন হয়েছিল। একের পর এক জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছিল আকাশি-সাদা শিবির। ছবি: টুইটার


Most Read Stories

Leave a Reply