বিরাট-বুমরা-ওয়ার্নারদের বড়দিন কেমন কাটছে?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 25, 2022 | 6:54 PM

আজ ক্রিসমাস (Christmas 2022)। বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বড়দিন। আলোর রোশনাইয়ে চারিদিক ঝলমলে। দেশ-বিদেশের ক্রিকেটাররাও পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন। বিরাট কোহলির মতো কোনও ক্রিকেটাররা আবার পরিবার থেকে দূরেও রয়েছেন। তবে নিজেদের অনুরাগীদের ক্রিসমাসে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা ক্রিকেটাররা।

Dec 25, 2022 | 6:54 PM

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। আজ, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতেছে ভারত। তাই টিম ইন্ডিয়ার জয়ের ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পাশাপাশি, নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ফ্যানেদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। আজ, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতেছে ভারত। তাই টিম ইন্ডিয়ার জয়ের ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পাশাপাশি, নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ফ্যানেদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ইন্সটাগ্রামে সপরিবারের ক্রিসমাস থিমের সাজে ছবি শেয়ার করেছেন ওয়ার্নার। উল্লেখ্য, আগামী কাল, ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে কেরিয়ারের শততম টেস্ট খেলতে চলেছেন ওয়ার্নার। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ইন্সটাগ্রামে সপরিবারের ক্রিসমাস থিমের সাজে ছবি শেয়ার করেছেন ওয়ার্নার। উল্লেখ্য, আগামী কাল, ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে কেরিয়ারের শততম টেস্ট খেলতে চলেছেন ওয়ার্নার। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

ভারতীয় জোরে বোলার জসপ্রীত বুমরা তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন। সঞ্জনার সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ছবির ক্যাপশনে বুমরা লেখেন, "ক্রিসমাস ফিলস।" উল্লেখ্য, পিঠের চোটের কারণে, বেশ সেপ্টেম্বর মাসের পর থেকে মাঠের বাইরে রয়েছেন বুমরা। তাঁর পিঠের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই মাঠে ফেরা হয়নি ভারতের এই তারকা পেসারের। (ছবি-জসপ্রীত বুমরা ইন্সটাগ্রাম)

ভারতীয় জোরে বোলার জসপ্রীত বুমরা তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন। সঞ্জনার সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ছবির ক্যাপশনে বুমরা লেখেন, “ক্রিসমাস ফিলস।” উল্লেখ্য, পিঠের চোটের কারণে, বেশ সেপ্টেম্বর মাসের পর থেকে মাঠের বাইরে রয়েছেন বুমরা। তাঁর পিঠের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই মাঠে ফেরা হয়নি ভারতের এই তারকা পেসারের। (ছবি-জসপ্রীত বুমরা ইন্সটাগ্রাম)

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন আঙুলের চোট পান। যে কারণে ভারতে ফিরে আসেন। দেশে ফিরে প্র্যাক্টিস করার চেষ্টাও করেছিলেন রোহিত। কিন্তু আঙুলের চোটের অবস্থা ভালো না হওয়ায় ব্যাট হাতে তুলতেই পারেননি। ফলে, পরিবারের সঙ্গেই আপাতত সময় কাটছে রোহিতের। মেয়ে সামাইরার জন্য ক্রিসমাসে গিফ্ট প্যাক করছিলেন রোহিত। সেই ভিডিয়ো ইন্সটাগ্রাম স্টোরিতে তুলে ধরেন তাঁর স্ত্রী ঋতিকা সজদে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজেও নেই রোহিত। (ছবি-ঋতিকা সজদে ইন্সটাগ্রাম)

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন আঙুলের চোট পান। যে কারণে ভারতে ফিরে আসেন। দেশে ফিরে প্র্যাক্টিস করার চেষ্টাও করেছিলেন রোহিত। কিন্তু আঙুলের চোটের অবস্থা ভালো না হওয়ায় ব্যাট হাতে তুলতেই পারেননি। ফলে, পরিবারের সঙ্গেই আপাতত সময় কাটছে রোহিতের। মেয়ে সামাইরার জন্য ক্রিসমাসে গিফ্ট প্যাক করছিলেন রোহিত। সেই ভিডিয়ো ইন্সটাগ্রাম স্টোরিতে তুলে ধরেন তাঁর স্ত্রী ঋতিকা সজদে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজেও নেই রোহিত। (ছবি-ঋতিকা সজদে ইন্সটাগ্রাম)

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ক্রিসমাস পালন করছেন পরিবারের সঙ্গেই। তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ তাঁদের ছেলে অগস্ত্য ও ক্রুণাল পান্ডিয়ার ছেলের ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সান্তার পোশাকে অগস্ত্যর মিষ্টি ছবি এবং গিফ্টের ছবিও শেয়ার করেছেন নাতাশা। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেই সফরের টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলাবেন হার্দিক পান্ডিয়া। (ছবি-নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রাম)

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ক্রিসমাস পালন করছেন পরিবারের সঙ্গেই। তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ তাঁদের ছেলে অগস্ত্য ও ক্রুণাল পান্ডিয়ার ছেলের ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সান্তার পোশাকে অগস্ত্যর মিষ্টি ছবি এবং গিফ্টের ছবিও শেয়ার করেছেন নাতাশা। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেই সফরের টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলাবেন হার্দিক পান্ডিয়া। (ছবি-নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রাম)

ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকাল এবং দুই যমজ সন্তানের সঙ্গে ক্রিসমাস ট্রি-র সামনে ছবি শেয়ার করেছেন। দুই সন্তানকে লাল রংয়ের পোশাক পরিয়েছেন দীনেশ-দীপিকা। এবং তাঁদের সমর্থকদের জন্য লিখেছেন, "মেরি ক্রিসমাস ফ্রম পাল্লিকাল-কার্তিক ফ্যামিলি।" (ছবি-দীনেশ কার্তিক ইন্সটাগ্রাম)

ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকাল এবং দুই যমজ সন্তানের সঙ্গে ক্রিসমাস ট্রি-র সামনে ছবি শেয়ার করেছেন। দুই সন্তানকে লাল রংয়ের পোশাক পরিয়েছেন দীনেশ-দীপিকা। এবং তাঁদের সমর্থকদের জন্য লিখেছেন, “মেরি ক্রিসমাস ফ্রম পাল্লিকাল-কার্তিক ফ্যামিলি।” (ছবি-দীনেশ কার্তিক ইন্সটাগ্রাম)

অজি তারকা ক্রিকেটার মার্নাস লাবুশেন তাঁর স্ত্রীয়ের সঙ্গে সুন্দর ক্রিসমাস ট্রি-এর সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন। এবং তাঁর অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। (ছবি-মার্নাস লাবুশেন ইন্সটাগ্রাম)

অজি তারকা ক্রিকেটার মার্নাস লাবুশেন তাঁর স্ত্রীয়ের সঙ্গে সুন্দর ক্রিসমাস ট্রি-এর সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন। এবং তাঁর অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। (ছবি-মার্নাস লাবুশেন ইন্সটাগ্রাম)


Most Read Stories

Leave a Reply