মীরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ধুঁকছিল ভারত। রবিবার, ম্যাচের চতুর্থ দিন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের অপরাজিত ৭১ রানের জুটি জয় এনে দিল ভারতকে।
ঢাকা: বাইশের বড়দিন স্মরণীয় করে রাখল ভারতীয় ক্রিকেট দল। লোকেশ রাহুলের নেতৃত্বে বাংলাদেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারাল ভারত। চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮৮ রানে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় টেস্ট বাংলাদেশি টাইগারদের মুখের সামনে থেকে ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। মীরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ধুঁকছিল ভারত। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুলদের ব্যাটিং ব্যর্থতা ভুলিয়ে দিল শ্রেয়স-অশ্বিন জুটি। রবিবার, ম্যাচের চতুর্থ দিন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের অপরাজিত ৭১ রানের জুটি জয় এনে দিল ভারতকে। ৩ উইকেটে মীরপুর জিতল ভারত। সিরিজও ভারতের। বাংলাদেশ নিজেদেরই ঘরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেল।
ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা কম দেখা যাচ্ছিল। বিশেষ করে মীরপুরের পিচ দেখে তেমনটাই আশঙ্কা করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই পিচে ১০০ রান তাড়া করা ৩০০ রানের সমান! রবিবার টেস্টের চতুর্থ দিনে সমীকরণটা ছিল সহজ। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১০০ রান। ঘরের মাটিতে ভারতকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়তে সাকিব আল হাসানদের পকেটে পুরতে হত ছয়টি উইকেট। রবিবার দিনের শুরুতেই তিনটি উইকেট ফেলে দিয়ে সেদিকেই পা বাড়িয়ে রেখেছিল বাংলাদেশ। তবে টাইগারদের মনোবাসনায় জল ঢেলে দিল শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন জুটি। অষ্টম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে জিতিয়েই মাঠ ছাড়ে। ৪৬ বলে ২৯ রান শ্রেয়সের। ৬২ বলে ৪২ রান অশ্বিনের।