টেস্টে চুনকামের পর সাকিবের ‘বক্সিং ডে’ পিকনিক, মেনু কী?


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Dec 26, 2022 | 5:40 PM

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আপাতত ক্রিকেট থেকে কিছুদিনের ছুটি। টেস্টে হারের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান চলে গেলেন শ্বশুরবাড়িতে। সেখানেই ক্রিসমাসের পরদিন বসল পিকনিকের আসর।

Dec 26, 2022 | 5:40 PM

অস্থায়ী উনুনে চড়ানো বড় হাঁড়ি। সবেমাত্র সরষের তেল দেওয়া হয়েছে। আঁচটা যাতে ভালোমতো ওঠে তার জন্য নিচু হয়ে আরও কয়েকটা শুকনো কাঠ গুঁজে দিচ্ছেন এক ভদ্রলোক। যিনি আর কেউ নন, বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।(ছবি:ফেসবুক)

অস্থায়ী উনুনে চড়ানো বড় হাঁড়ি। সবেমাত্র সরষের তেল দেওয়া হয়েছে। আঁচটা যাতে ভালোমতো ওঠে তার জন্য নিচু হয়ে আরও কয়েকটা শুকনো কাঠ গুঁজে দিচ্ছেন এক ভদ্রলোক। যিনি আর কেউ নন, বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।(ছবি:ফেসবুক)

পরিবারের সঙ্গে পিকনিকের আনন্দে মজেছেন সাকিব। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর আপাতত কিছুদিন ক্রিকেট থেকে ছুটি। বাংলাদেশ প্রিমিয়র লিগ শুরু হওয়ার আগে কয়েকটা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তাই স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছেন অলরাউন্ডার জামাই। (ছবি:ফেসবুক)

পরিবারের সঙ্গে পিকনিকের আনন্দে মজেছেন সাকিব। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর আপাতত কিছুদিন ক্রিকেট থেকে ছুটি। বাংলাদেশ প্রিমিয়র লিগ শুরু হওয়ার আগে কয়েকটা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তাই স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছেন অলরাউন্ডার জামাই। (ছবি:ফেসবুক)

ফেসবুকে পিকনিকের একঝাঁক ছবি পোস্ট করলেন সাকিব। মেনুতে কী রয়েছে তাও জানালেন। পোস্টের ক্যাপশনে লেখা, "শ্বশুরবাড়িতে থাকা মানেই পিকনিক এবং আমার পছন্দের বিফ কারি।"(ছবি:ফেসবুক)

ফেসবুকে পিকনিকের একঝাঁক ছবি পোস্ট করলেন সাকিব। মেনুতে কী রয়েছে তাও জানালেন। পোস্টের ক্যাপশনে লেখা, “শ্বশুরবাড়িতে থাকা মানেই পিকনিক এবং আমার পছন্দের বিফ কারি।”(ছবি:ফেসবুক)

কালো কামিজ পরনের রান্নায় ব্যস্ত সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। কাঠের আগুনের ধোঁয়ার মাঝেও স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাকিব। আদর্শ স্বামীর মতো স্ত্রীকে রান্নায় সাহায্য করছেন ক্যাপ্টেন বাংলাদেশ।(ছবি:ফেসবুক)

কালো কামিজ পরনের রান্নায় ব্যস্ত সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। কাঠের আগুনের ধোঁয়ার মাঝেও স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাকিব। আদর্শ স্বামীর মতো স্ত্রীকে রান্নায় সাহায্য করছেন ক্যাপ্টেন বাংলাদেশ।(ছবি:ফেসবুক)

সস্ত্রীক সাকিবের পিকনিকের ছবিগুলি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। অনেকে রান্না চেখে দেখতে চেয়েছেন। (ছবি:ফেসবুক)

সস্ত্রীক সাকিবের পিকনিকের ছবিগুলি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। অনেকে রান্না চেখে দেখতে চেয়েছেন। (ছবি:ফেসবুক)

দিন কয়েক আগেই আইপিএলের মিনি অকশনে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিং খানের দলে প্রত্যাবর্তন হতে চলেছে সাকিবের। কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়র লিগ। আপাতত বাইশ গজ থেকে দূরে বাংলাদেশের টাইগার।(ছবি:ফেসবুক)

দিন কয়েক আগেই আইপিএলের মিনি অকশনে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিং খানের দলে প্রত্যাবর্তন হতে চলেছে সাকিবের। কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়র লিগ। আপাতত বাইশ গজ থেকে দূরে বাংলাদেশের টাইগার।(ছবি:ফেসবুক)


Most Read Stories

Leave a Reply