Babar Azam: জো রুটকে ছাপিয়ে এ বছর টেস্টে সর্বাধিক রান সংগ্রাহক হলেন পাকিস্তান অধিনায়ক। রুট এ বছর ১৫ টেস্টে করেছেন ১০৯৮ রান। পাঁচটি শতরানও রয়েছে। বাবর মাত্র ৯ টেস্টে এই রান ছাপিয়ে গেলেন। এ দিন বছরের চতুর্থ টেস্ট শতরানও করেন বাবর।
Image Credit source: AFP
করাচি : নিউজিল্যান্ডে বিরুদ্ধে করাচি টেস্টে দলকে বিপদ থেকে উদ্ধার করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বছরের চতুর্থ সেঞ্চুরি। বক্সিং ডে টেস্টের প্রথম দিন চালকের আসনে পাকিস্তান (Pakistan vs New Zealand)। যদিও শুরুটা এমন ছিল না। মাইকেল ব্রেসওয়েল, এজাজ প্যাটেল এবং ঈশ সোধি। তিন স্পিনারের কম্বিনেশনে দল সাজিয়েছে নিউজিল্য়ান্ড। ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনিং জুটি ভাঙে পাকিস্তানের। ওপেনার আব্দুল্লা শফিক ৭ রানে ফেরেন। অফস্পিনার মাইকেল ব্রেসওয়েলের বোলিংয়ে স্টেপ আউট করেন শান মাসুদ। করাচিতে প্রথম দিনই টার্ন হচ্ছিল। বলের লাইন মিস এবং স্টাম্প আউট শান মাসুদ। বিস্তারিত TV9Bangla-য়।
সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্ব নিয়ে দীর্ঘ সময় ধরেই প্রশ্ন উঠছিল। ইংল্য়ান্ডের কাছে ০-৩, তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তান অধিনায়ক। সেখান থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালেন। দুই ওপেনার আব্দুলা শফিক এবং ইমাম উল হকের পর তিনে নামা শান মাসুদও ফেরেন দ্রুত। মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। সাদ শাকিলের সঙ্গে জুটি গড়েন বাবর আজম। এই জুটিও দীর্ঘস্থায়ী হয়নি। ২২ রানে ফেরেন শাকিল। ৬২ রানে জুটি ভাঙে। অভিজ্ঞ সরফরাজ আহমেদের সঙ্গে ১৯৬ রানের বিশাল জুটি গড়েন বাবর আজম। চায়ের বিরতির আগেই মাইকেল ব্রেসওয়েলের বলে ৬ মেরে শতরান পূর্ণ করেন বাবর। জো রুটকে ছাপিয়ে এ বছর টেস্টে সর্বাধিক রান সংগ্রাহক হলেন পাকিস্তান অধিনায়ক। রুট এ বছর ১৫ টেস্টে করেছেন ১০৯৮ রান। পাঁচটি শতরানও রয়েছে। বাবর মাত্র ৯ টেস্টে এই রান ছাপিয়ে গেলেন। এ দিন বছরের চতুর্থ টেস্ট শতরানও করেন বাবর।
নিউজিল্য়ান্ড অবশ্য শুরুতেই দারুণ সুযোগ পেয়েছিল। সে সময় মাত্র ১২ রানে ক্রিজে ছিলেন বাবর। মাইকেল ব্রেসওয়েলের বোলিংয়ে স্লিপে বাবরের ক্য়াচ ফসকান ড্যারেল মিচেল। অর্ধশতরানের পর রান আউটের মুখেও পড়েছিলেন পাকিস্তান অধিনায়ক। তবে ডেভন কনওয়ে উইকেট ভাঙতে পারেননি। দু-বার জীবনদান পাওয়ার সুযোগ ভালো ভাবেই কাজে লাগান বাবর। প্রথম দিনের শেষে পাকিস্তান ৫ উইকেটে ৩১৭ রান তুলেছে। বাবর ক্রিজে অপরাজিত রয়েছেন ১৬১ রানে। দিনের শেষ বেলায় তাঁর বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ডিআরএস নেন বাবর। রিভিউতে দেখা য়ায়, বল উইকেট মিস করছিল।