East Bengal: অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ১-০ হারায় ইস্টবেঙ্গল। কান্তিরাভার ম্যাচের ওই মুহূর্ত এখনও ভোলেননি সমর্থকরা। এ বার ঘরের মাঠেও সুনীল ছেত্রী, রয় কৃষ্ণাদের হারাতে মরিয়া ক্লেটন সিলভারা।
Image Credit source: twitter
কলকাতা: ইস্টবেঙ্গলে ছবিটা সেই একই রকম। গত দু’বছর ধরেই আইএসএলের পয়েন্ট টেবলে শেষ দিকে থেকেছে লাল-হলুদ। এ বারও ৯ নম্বরে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসিকে ৩-১ গোলে হারানোর পর শেষ দুটো ম্যাচেই হেরেছেন ক্লেটন সিলভারা। হায়দরাবাদের কাছে ০-২ হার, মুম্বই সিটি এফসির কাছে ০-৩ হার। ১০ ম্যাচে ঝুলিতে ৯ পয়েন্ট। প্রথম ছয়ে থাকার ব্যাপারে এখনও আশাবাদী ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। শুক্রবার বেঙ্গালুরু এফসির সামনে ইস্টবেঙ্গল। ক্রিসমাসেও চুটিয়ে অনুশীলন করেছেন ফুটবলাররা। বড়দিনে ইস্টবেঙ্গল অনুশীলনে এসে সৌভিক, জেরি, মহেশদের বেশ কিছু উপহার দিয়ে যায় সান্তা ক্লজ! লাল-হলুদ সমর্থকদের কাছে জয় ছাড়া অবশ্য বাকি সব উপহারই এখন তুচ্ছ। বড়দিনেও সান্তা ক্লজের কাছে প্রিয় দলের জয়ই প্রার্থনা করেছেন সমর্থকরা। বিস্তারিত TV9Bangla-য়
অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ১-০ হারায় ইস্টবেঙ্গল। কান্তিরাভার ম্যাচের ওই মুহূর্ত এখনও ভোলেননি সমর্থকরা। এ বার ঘরের মাঠেও সুনীল ছেত্রী, রয় কৃষ্ণাদের হারাতে মরিয়া ক্লেটন সিলভারা। ১১ ম্যাচে বেঙ্গালুরুর ঝুলিতে ১০ পয়েন্ট। ইস্টবেঙ্গলের ঠিক উপরেই আট নম্বরে আছেন সন্দেশরা। গত শুক্রবার হায়দরাবাদের কাছে ঘরের মাঠে ০-৩ হারে বেঙ্গালুরু এফসি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ এক দিকে যেমন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, অপরদিকে বদলারও।
চোটের জন্য বেঙ্গালুরু ম্যাচে অনিশ্চিত কিরিয়াকু। এলিয়ান্দ্রো, অ্যালেক্স লিমা, ইভান গঞ্জালেজদের পারফরমেন্স মোটেও প্রশংসনীয় নয়। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। নজরে রয়েছে কয়েকজন বিদেশিও। এলিয়ান্দ্রোর বিদায় একপ্রকার নিশ্চিত। লিমা, ইভানের পারফরমেন্সও মন ভরাতে ব্যর্থ। একই সঙ্গে লোনে দেশিয় ফুটবলার নেওয়ার দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গলের।