এমসিজিতে স্পাইডার ক্যাম বিভ্রাট, বিরক্ত প্রোটিয়া পেসার


Anrich Nortje: অপারেটারের ভুলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। দিনের খেলার নর্টজে অবশ্য় জানিয়েছেন, তাঁর চোট গুরুতর নয়। তবে ঘটনাটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। নর্টজের সঙ্গে ঘটনার পরই দিনের বাকি সময় অবশ্য স্পাইক্যাম ব্য়বহার করা হয়নি।

Image Credit source: twitter

মেলবোর্ন : আরও একবার স্পাইডারক্যাম বিভ্রাট। কিছুদিন আগে ভারতের ম্যাচে স্পাই ক্যাম বিভ্রাটে ক্যাচ ফসকেছিল। বিরক্ত প্রকাশ করেছিলেন রোহিতরা। এ বার মেলবোর্নে স্পাইডারক্যাম নিয়ে বিরক্ত দক্ষিণ আফ্রিকা পেসার অনরিখ নর্টজে। টেস্ট চ্য়াম্পিয়নশিপের অন্তর্গত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলছে মেলবোর্নে। বক্সিং ডে টেস্ট অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের জন্য নানা ভাবে স্মরণীয় হয়ে রয়েছে। কেরিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন ওয়ার্নার। এক দিকে, তাঁর অনবদ্য় ব্যাটিং এবং অজি দাপটে বিরক্ত বাড়িয়েছে প্রোটিয়া শিবিরে। অন্য দিকে, স্পাইডারক্য়াম। বিস্তারিত TV9Bangla-য়।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা। ফিল্ডিং করছিলেন নর্টজে। পরবর্তী ডেলিভারির জন্য ফিল্ডিংয়ে নিজের পজিশন নিচ্ছিলেন। এমনই সময় স্পাইক্য়ামে জোর ধাক্কা লাগে নর্টজের। কাঁধে এবং কনুইতে চোট পান নর্টজে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্প্রচারচারী ফক্স স্পোর্টস এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। অপারেটারের ভুলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। দিনের খেলার নর্টজে অবশ্য় জানিয়েছেন, তাঁর চোট গুরুতর নয়। তবে ঘটনাটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। নর্টজের সঙ্গে ঘটনার পরই দিনের বাকি সময় অবশ্য স্পাইক্যাম ব্য়বহার করা হয়নি।

দিনের খেলা শেষে প্রোটিয়া পেসার নর্টজে বলেন, ‘সে সময় বুঝতেই পারিনি কীসে ধাক্কা খেলাম। চোট গুরুতর নয়। বাঁ কাঁধে এবং কনুইতে লেগেছিল। কনুইতে এখনও ব্যাথা রয়েছে। বাকি কোনও সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শ নেব। বাকিটা দেখা যাক। ধাক্কা লাগার পর ঘুরে তার এবং ক্য়ামেরা দেখতে পাই। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে।’এরপর যোগ করলেন, ‘এই বিষয়টা নিয়ে আগেও কথা হয়েছে। আমার মনে হয়, খুব জরুরি না হলে স্পাই ক্যাম এত নীচে না নামানোই শ্রেয়। কোনও বিশেষ সাক্ষাৎকার বা এমন কিছুর জন্য ঠিক আছে। ব্য়ক্তিগত ভাবে মনে করি, মাথার উচ্চতায় এই ক্যামেরা অপারেট না করাই শ্রেয়। পুরোটাই আমার মত। মার্কো জানসেনের মতো উচ্চতার কথাও মাথায় রাখা উচিত।’ পুরো বিষয়টিতে নর্টজে যে, যারপরনাই বিরক্ত, তাঁর কথাতেই পরিষ্কার।



Leave a Reply