তারকা প্যাডলার ফের যখন বিতর্কের কেন্দ্রে


Year Ender 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে হারে মনিকার বাত্রার নেতৃত্বাধীন ভারত। টুর্নামেন্টে অবাছাই ছিল মালয়েশিয়া। বিশ্ব ক্রমতালিকাতেও জায়গা না থাকা প্লেয়ারদের নিয়েই জেতে মালয়েশিয়া।

Image Credit source: twitter

কলকাতা : ভারতীয় টিটির অস্বস্তিকর মুহূর্ত ছিল এ বারের কমনওয়েলথ গেমস। মনিকা বাত্রার নেতৃত্বাধীন টেবল টেনিস টিম কোয়ার্টার ফাইনালে হারে। খেলায় হার-জিত থাকে, এ নতুন নয়। তবে মনিকা বাত্রার সঙ্গে বিতর্ক সবসময়ই হাজির। ভারতীয় টেবল টেনিসের অন্যতম মুখ মনিকা বাত্রা। ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে টিম এবং সিঙ্গলসে সোনা, ডাবলসে রূপো এবং মিক্সড ডাবলসে ব্রোঞ্জ। সাউথ এশিয়ান গেমসে টিম, ডাবলস এবং মিক্সড ডাবলসে সোনা, সিঙ্গলসে রূপো। ২০২০ সালে ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কারও জিতেছেন। তবে গত দু-বছরে বিতর্কের কেন্দ্রে। বিস্তারিত TV9Bangla-য়।

মনিকা বাত্রার দক্ষতা, সাফল্য নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অনেক ক্ষেত্রেই বিতর্কের কেন্দ্রে থেকেছেন। টোকিও অলিম্পিকে জাতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের একমাত্র অনুমতি ছিল টিটি ম্যাচে সাইড লাইনে থাকার। যদিও জাতীয় দলের কোচকে সেই সম্মান দেননি মনিকা। তিনি ব্য়ক্তিগত কোচের কাছেই নানা পরামর্শ নেন। ম্যাচের সময় তাঁর ব্য়ক্তিগত কোচকে সাইডলাইনে থাকার অনুমতি দেওয়া হয়নি। যার ফলে প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন মনিকা। সৌম্যদীপের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ ফিক্সিংয়ের কথা বলেছিলেন! অলিম্পিকে পারফরম্যান্স ভালো হয়নি মনিকার। বিতর্ক দীর্ঘস্থায়ী ছিল।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে হারে মনিকার বাত্রার নেতৃত্বাধীন ভারত। টুর্নামেন্টে অবাছাই ছিল মালয়েশিয়া। বিশ্ব ক্রমতালিকাতেও জায়গা না থাকা প্লেয়ারদের নিয়েই জেতে মালয়েশিয়া। এর মাঝে বিতর্ক দেখা দেয়, ভারতীয় মহিলা দলের কোচ সেখানে ছিলেন না। পুরুষদের কোচকে কোর্টের পাশে দেখা যায়। কেন মনিকাদের কোচ কোর্টের পাশে ছিলেন না! সর্বভারতীয় টিটি সংস্থার কর্তা বলেছিলেন, ‘এমনটা হওয়ার কথা ছিল না। মহিলা দলের কোচের সেখানে থাকার কথা এবং প্লেয়ারদের পরামর্শ দেওয়ার কথা।’ প্রশ্ন আসে এমনটা কেন হয়েছিল! তারকা খেলোয়াড় হওয়ার সুবাদে মনিকাই কি প্রভাব খাটিয়েছিলেন?

Leave a Reply