Year Ender 2022: তেইশের প্রত্যাশা, ৩২ বছর পর রঞ্জি ট্রফি আসুক বাংলার ঘরে


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Dec 27, 2022 | 7:00 AM

একটি বছরের বিদায়, নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। পুরনো বছরে যেমন পাওয়া, না পাওয়ার অনেক হিসেব থাকে তেমনই একরাশ প্রত্যাশা নিয়ে আমরা পা বাড়াই আগামী বছরের দিকে। ২০২৩ সালে বাংলার ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা কী? ৩২ বছর পর আরও একবার রঞ্জি ট্রফি জয়ের স্বাদ পেতে চায় বঙ্গবাসী।

Dec 27, 2022 | 7:00 AM

বাংলার ঘরে রঞ্জি ট্রফি এসেছে মাত্র দু'বার। প্রথমবার দেশ স্বাধীন হওয়ার আগে। ৫১ বছরের অপেক্ষার পর দ্বিতীয় বার ট্রফি জয়। এরপর তিন দশকের বেশি সময় ধরে বাংলার ক্যাবিনেটে আসেনি প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার ট্রফি। তার আগে ও পরে বহুবার ফাইনালে পা রাখলেও রঞ্জি জয়ের সৌভাগ্য হয়নি এ রাজ্যের। এখনও পর্যন্ত পূর্বসূরীদের গরিমা ফেরাতে পারেননি মনোজ তিওয়ারিরা।(ছবি:টুইটার)

বাংলার ঘরে রঞ্জি ট্রফি এসেছে মাত্র দু’বার। প্রথমবার দেশ স্বাধীন হওয়ার আগে। ৫১ বছরের অপেক্ষার পর দ্বিতীয় বার ট্রফি জয়। এরপর তিন দশকের বেশি সময় ধরে বাংলার ক্যাবিনেটে আসেনি প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার ট্রফি। তার আগে ও পরে বহুবার ফাইনালে পা রাখলেও রঞ্জি জয়ের সৌভাগ্য হয়নি এ রাজ্যের। এখনও পর্যন্ত পূর্বসূরীদের গরিমা ফেরাতে পারেননি মনোজ তিওয়ারিরা।(ছবি:টুইটার)

১৯৩৬-৩৭ মরসুমে প্রথমবার রঞ্জি ট্রফিতে অংশ নেয় বাংলা দল। টুর্নামেন্টে অভিষেকেই ফাইনালে মুখোমুখি হয় সৌরাষ্ট্রের। সে বার হার হজম করতে হলেও এক মরসুম পর ১৯৩৮-৩৯ ফের একবার রঞ্জির ফাইনালে ওঠে বাংলা। সাউদার্ন পঞ্জাবকে হারিয়ে প্রথম বার ট্রফি আসে বাংলার ঘরে। (ছবি:টুইটার)

১৯৩৬-৩৭ মরসুমে প্রথমবার রঞ্জি ট্রফিতে অংশ নেয় বাংলা দল। টুর্নামেন্টে অভিষেকেই ফাইনালে মুখোমুখি হয় সৌরাষ্ট্রের। সে বার হার হজম করতে হলেও এক মরসুম পর ১৯৩৮-৩৯ ফের একবার রঞ্জির ফাইনালে ওঠে বাংলা। সাউদার্ন পঞ্জাবকে হারিয়ে প্রথম বার ট্রফি আসে বাংলার ঘরে। (ছবি:টুইটার)

এরপর ১৯৪৩-৪৪, ১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬, ১৯৫৮-৫৯, ১৯৬৮-৬৯, ১৯৭১-৭২ ও ১৯৮৮-৮৯ মরসুমে ফাইনালে পা রাখলেও ট্রফি হাতছাড়া হয় বাংলা দলের। ১৯৮৮-৮৯ মরসুমে দিল্লির বিরুদ্ধে ইনিংসে হারের লজ্জা পেয়েছিল এ রাজ্য। সম্বরণ বন্দ্যোপাধ্যায়রা সেই হারের জবাব দিয়েছিলেন পরের মরসুমেই।(ছবি:টুইটার)

এরপর ১৯৪৩-৪৪, ১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬, ১৯৫৮-৫৯, ১৯৬৮-৬৯, ১৯৭১-৭২ ও ১৯৮৮-৮৯ মরসুমে ফাইনালে পা রাখলেও ট্রফি হাতছাড়া হয় বাংলা দলের। ১৯৮৮-৮৯ মরসুমে দিল্লির বিরুদ্ধে ইনিংসে হারের লজ্জা পেয়েছিল এ রাজ্য। সম্বরণ বন্দ্যোপাধ্যায়রা সেই হারের জবাব দিয়েছিলেন পরের মরসুমেই।(ছবি:টুইটার)

১৯৮৯-৯০ মরসুমের রঞ্জি ফাইনাল ছিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ফাইনালে প্রতিপক্ষ ফের দেশের রাজধানীর দলটি। সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ম্যাচে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাংলার দ্বিতীয় রঞ্জি ট্রফি জয়ের পিছনে বড় অবদান ছিল অরুণ লালের।(ছবি:টুইটার)

১৯৮৯-৯০ মরসুমের রঞ্জি ফাইনাল ছিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ফাইনালে প্রতিপক্ষ ফের দেশের রাজধানীর দলটি। সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ম্যাচে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাংলার দ্বিতীয় রঞ্জি ট্রফি জয়ের পিছনে বড় অবদান ছিল অরুণ লালের।(ছবি:টুইটার)

এ যাবৎ ১৪ বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে এ রাজ্য। শেষবার ২০১৯-২০ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে ফের হারের তেতো গিলেছেন মনোজ তিওয়ারিরা। রঞ্জির ফাইনালে বারবার হেরে চোকার্স তকমাও জুটেছে বাংলার। প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি ইতিমধ্যেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। কেরিয়ারের তিনবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছেন মনোজ। অবসরের গ্রহে যাওয়ার আগে বাংলাকে রঞ্জি ট্রফি জিতিয়ে যেতে চান।(ছবি:টুইটার)

এ যাবৎ ১৪ বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে এ রাজ্য। শেষবার ২০১৯-২০ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে ফের হারের তেতো গিলেছেন মনোজ তিওয়ারিরা। রঞ্জির ফাইনালে বারবার হেরে চোকার্স তকমাও জুটেছে বাংলার। প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি ইতিমধ্যেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। কেরিয়ারের তিনবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছেন মনোজ। অবসরের গ্রহে যাওয়ার আগে বাংলাকে রঞ্জি ট্রফি জিতিয়ে যেতে চান।(ছবি:টুইটার)

২০২২-২৩ মরসুমের শুরুটা ভালো হয়েছে বাংলার। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এ বারও ফাইনাল খেলা ও ট্রফি জয়ের লক্ষ্যে নেমে পড়েছেন মনোজ, অনুষ্টুপরা। ৩৬ বছর পর আর্জেন্টিনার ঝুলিতে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। চোকার্স তকমা হটিয়ে ৩২ বছর পর বাংলাও তার পুনরাবৃত্তির আশায়। (ছবি:টুইটার)

২০২২-২৩ মরসুমের শুরুটা ভালো হয়েছে বাংলার। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এ বারও ফাইনাল খেলা ও ট্রফি জয়ের লক্ষ্যে নেমে পড়েছেন মনোজ, অনুষ্টুপরা। ৩৬ বছর পর আর্জেন্টিনার ঝুলিতে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। চোকার্স তকমা হটিয়ে ৩২ বছর পর বাংলাও তার পুনরাবৃত্তির আশায়। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply