গোয়া ম্যাচের আগে মিনি হাসপাতাল মোহনবাগান


ATK Mohun Bagan: বিদেশিদের মধ্যে পেত্রাতোস, হ্যামিল, ম্যাকহিউই এখন ভরসা। লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের উপরও ম্যাচ জেতানোর অদৃশ্য চাপ বাড়ছে। প্রথম ছয়ের থেকেও টেবিলের প্রথম স্থান মোহনবাগানের কাছে আসল চ্যালেঞ্জ।

Image Credit source: twitter

কলকাতা: ওডিশার সঙ্গে ড্র। নর্থ ইস্টের কাছে হার। আচমকাই ছন্দপতন এটিকে মোহনবাগানের। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার সামনে সবুজ-মেরুন ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে এই গোয়ার কাছেই ০-৩ গোলে উড়ে গিয়েছিল মোহনবাগান। জনি কাউকো চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে যাওয়ার পরই বাগানের মাঝমাঠ অনেকটা ভোঁতা হয়ে গিয়েছে। কাউকোর অভাব টের পাওয়া গিয়েছে দলের খেলায়। গোয়ার বিরুদ্ধে নামার আগে ফেরান্দোকে ভাবাচ্ছে দলের চোট আঘাত। এটিকে মোহনবাগান কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া, ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।

কাউকো, পোগবারা দেশে ফিরে গিয়েছেন। চোট রয়েছে হুগো বোমাসের। নর্থ ইস্ট ম্যাচে খেলেননি। গোয়া ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ম্যাচের দিনই বোমাসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দীপক টাঙরি, আশিস রাইও চোটগ্রস্থ ফুটবলারের তালিকায় রয়েছেন। চোটের তালিকায় মনবীর সিং। অনুশীলনের জন্য কুড়ি জন ফুটবলারকে পেতেই হিমসিম খেলেন হুয়ান ফেরান্দো।

মরসুমের মাঝপথে গুরুত্বপূর্ণ সময়ে দলের এই অবস্থা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে বাগান কোচকে। পরিস্থিতি সামলানোর আশ্বাস দিচ্ছেন ফেরান্দো। গোয়ার বিরুদ্ধে শুরু থেকে খেলবেন প্রণয় হালদার। এদু বেদিয়া, ব্রেন্ডন ফার্নান্ডেজরা মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে মোহনবাগান। এক পয়েন্ট কম গোয়ার। বুধবারের ম্যাচ জিতলেই তিনে উঠে আসবে সবুজ-মেরুন ব্রিগেড। একটা জয়ই দলের মনোবল পাল্টে দিতে পারে। সেটা ভালো জানেন কোচ ফেরান্দো। তবে তাঁর হাতে ফিট ফুটবলারের সংখ্যাই এত কম যে, স্ট্র্যাটেজি সাজাতেই রীতিমতো হিমসিম খাচ্ছেন।

বিদেশিদের মধ্যে পেত্রাতোস, হ্যামিল, ম্যাকহিউই এখন ভরসা। লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের উপরও ম্যাচ জেতানোর অদৃশ্য চাপ বাড়ছে। প্রথম ছয়ের থেকেও টেবিলের প্রথম স্থান মোহনবাগানের কাছে আসল চ্যালেঞ্জ। মুম্বই, হায়দরাবাদ অনেকটা এগিয়ে থাকলেও তা নিয়ে এখনই ভাবতে নারাজ ফেরান্দো। বরং ধাপে ধাপে এগোতে চান তিনি। একটা জয়ই দলের হারিয়ে যাওয়া মনোবল ফিরিয়ে দিতে পারে। বছর শেষের আগে সেই আত্মবিশ্বাসই ফিরে পেতে মরিয়া এটিকে মোহনবাগান।

Leave a Reply