ম্যান ইউয়ের জয়ে অনবদ্য ব়্যাশফোর্ড, জিতল চেলসি


English Premier League: ম্য়াচের ৭৭ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের পরিবর্তে নামানো হয় ফ্রেডকে। ব্রাজিলিয়ান জুটিতে আসে তৃতীয় গোল। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ক্য়াসেমিরোর পাস থেকে গোল করেন প্রতিপক্ষ বক্সে আনমার্কড থাকা ফ্রেড।

Image Credit source: twitter

ম্য়াঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগের ‘দ্বিতীয় দিন’। বিশ্বকাপ বিরতির পর জমে উঠেছে ক্লাব ফুটবল। আগের দিন আর্সেনাল, লিভারপুলের অনবদ্য় জয়। বিরতির পর দ্বিতীয় দিনও অনবদ্য ম্য়াচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং বিশেষ করে বলতে হয় মার্কাস ব়্য়াশফোর্ডের কথা। তেমনই চেলসির হয়ে অনবদ্য় পারফরম্যান্স কাই হাভার্ৎজের। নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ ব্য়বধানে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্য ম্য়াচে, বোর্নমাউথকে ২-০ ব্যবধানে হারাল চেলসি। যদিও চেলসির জয়ে অস্বস্তিও থাকল। চোট পান রিস জেমস। বিস্তারিত TV9Bangla-য়।

নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্য়ান ইউয়ের হয়ে গোল তিনটি করেন মার্কাস ব়্য়াশফোর্ড, অ্যান্থনি মার্শিয়াল এবং ফ্রেড। ম্য়াচ শুরুর মাত্র ১৯ মিনিটে ম্য়ান ইউকে এগিয়ে দেন মার্কাস ব়্যাশফোর্ড। কাতার বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেছিলেন ইংল্যান্ডের এই তরুণ স্ট্রাইকার। ক্রিশ্চিয়ান এরিকসেনের লো কর্নার প্রতিপক্ষের পেনাল্টি বক্সে। বল রিসিভ করেই কোনাকুনি শটে গোল মার্কাস ব়্য়াশফোর্ডের। ৩ মিনিটের ব্য়বধানেই ম্য়ান ইউয়ের স্কোর লাইন ২-০ করেন অ্যান্থনি মার্শিয়াল। প্রথম গোল করা, দ্বিতীয় গোলে অ্য়াসিস্ট ব়্যাশফোর্ডের। যদিও গোলের মুভ তৈরি হয় ব্রুনো ফার্নান্ডেজের সৌজন্য়ে। তাঁর উচু পাস ধরেন মার্কাস ব়্য়াশফোর্ড। বাঁ দিক থেকে উঠছিলেন তিনি। বল রিসিভ করেই পাস করেন অ্যান্থনি মার্শিয়ালকে। তাঁর শট প্রতিপক্ষ গোলরক্ষকের তালুতে লাগলেও জালে জড়ায়। প্রথমার্ধের শেষ দিকে নটিংহ্য়াম ফরেস্টের গোল ভিএআরে বাতিল হয়। ২-০ এগিয়ে থেকে বিরতি যায় ম্য়ান ইউ। ম্য়াচের ৭৭ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের পরিবর্তে নামানো হয় ফ্রেডকে। ব্রাজিলিয়ান জুটিতে আসে তৃতীয় গোল। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ক্য়াসেমিরোর পাস থেকে গোল করেন প্রতিপক্ষ বক্সে আনমার্কড থাকা ফ্রেড।

অন্য় ম্য়াচে, বোর্নমাউথকে ২-০ ব্য়বধানে হারাল চেলসি। জার্মান স্ট্রাইকার কাই হাভার্ৎজের বিশ্বকাপ অভিযান সুখকর হয়নি। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিঁটকে গিয়েছে জার্মানি। ক্লাব ফুটবলে ফিরে কিছুটা যেন স্বস্তি পেলেন। গোলও করলেন হাভার্ৎজ। ম্য়াচের ১৬ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় চেলসি। ৮ মিনিটের ব্য়বধানে চেলসির পক্ষে স্কোর লাইন ২-০ করেন মেসন মাউন্ট।

Leave a Reply