Published by: Subhajit Mandal | Posted: December 29, 2022 1:15 pm| Updated: December 29, 2022 1:15 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির (ICC) বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় পেসার অর্শদীপ সিং। চলতি বছর জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় বোলিংয়ের মূল ভরসার জায়গা হিসাবে উঠে এসেছেন এই তরুণ বাঁহাতি পেসার। তবে এই খেতাব পেতে হলে তাঁকে লড়তে হবে আরও তিন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (Finn Allen)।
২০২২ বছরটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা ভাল কাটেনি। আর পাঁচটা বছরের মতো এবছরও দ্বিপাক্ষিক সিরিজে ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। টানা ১৪টি সিরিজ জেতার বিশ্বরেকর্ডও গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা অব্যাহত ছিল এবছরও। এশিয়া কাপ এবং বিশ্বকাপ (ICC T-20 World Cup) দু’টি বড় টুর্নামেন্টেই মুখ থুবড়ে পড়েছে রোহিত (Rohit Sharma) ব্রিগেড। এইসব ব্যর্থতার মধ্যে এবছর ভারতীয় ক্রিকেটের রুপোলি রেখা যদি কিছু থেকে থাকে তাহলে সেটা অর্শদীপ সিং।
[আরও পড়ুন: ‘লিটনকে কিপার-ব্যাটার হিসেবে ব্যবহার করুক কেকেআর’, পরামর্শ ‘গুরু’র]
কী নতুন বল, কী পুরনো বল। জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার পেস বিভাগের নেতা হিসাবে উঠে এসেছেন অর্শদীপ (Arshdeep Khan)। টি-২০ বিশ্বকাপে চাপের মুখে পাকিস্তানের দুই ওপেনারকে আউট করা হোক, বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডেথ ওভারে চমক দেওয়া। অর্শদীপ কেরিয়ারের একেবারে গোড়াতেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন। চলতি বছর ২১টি টি-২০ ম্যাচে তার উইকেটের সংখ্যা ৩৩। এবছর ওয়ানডেতেও অভিষেক হয়েছে অর্শদীপের। স্বাভাবিকভাবেই সেরা উদীয়মান তারকা হওয়ার দৌড়ে ভালমতোই রয়েছেন তিনি।
[আরও পড়ুন: এশিয়াতেই রোনাল্ডো! সৌদির ক্লাবে মেডিক্যাল পরীক্ষা দিতে চলেছেন সিআর সেভেন]
আইসিসি আর যে তিনজনকে মনোনয়ন দিয়েছে, তাঁরাও কম যান না। মার্কো জ্যানসেনের অলরাউন্ড পারফরম্যান্স চলতি বছর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) বহু সাফল্য এনে দিয়েছে। এবছর ৩৬টি টেস্ট উইকেট পেয়েছেন তিনি। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান যেমন চলতি বছর ওয়ানডেতে ৪৩১ রান এবং টি-২০ ক্রিকেটে ৩৬৭ রান করেছেন। একইভাবে নজরকাড়া পারফরম্যান্স ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেনেরও। চলতি বছর তিনিও টি-২০ ক্রিকেটে ৪১১ রান এবং ওয়ানডে ক্রিকেটে ৩৮৭ রান করেছেন।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ