সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে লিটন দাসের (Litton Das) নাম রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথমে পাক অধিনায়ক বাবর আজম। আইসিসি-র টেস্ট তালিকায় ১২ নম্বরে বাংলাদেশের তারকা ব্যাটসম্যান।
এবারের আইপিএল নিলামে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের মারমুখী ব্যাটিং ভারতকেই একসময়ে চাপে ফেলে দিয়েছিল। সেই লিটনকে নিয়ে একসময়ে আশাবাদী ছিলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শুধুমাত্র দেশের মানুষ নন, অন্য দেশের ক্রিকেটারও লিটন দাসের প্রতিভা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। তাঁর খেলা দেখে অশ্বিনের মনে হয়েছিল, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং স্টিভ স্মিথের সঙ্গে একই ব্র্যাকেটে বসার যোগ্যতা সম্পন্ন লিটন। কিন্তু শুরুর সেই মুগ্ধতা কেটে যায়। যে লিটনকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন অশ্বিন, সেই তিনিই বাংলাদেশের তারকা ক্রিকেটারের কাছে তাঁর হতাশার কথা জানিয়েছেন।
[আরও পড়ুন: বিশ্বজয়ের পর জনপ্রিয়তা আকাশছোঁয়া, আর্জেন্টিনার জনতা প্রেসিডেন্ট হিসেবে চান মেসিকেই!]
ইউটিউব চ্যানেলে অশ্বিনকে বলতে শোনা গিয়েছে, ”টেস্ট অভিষেকের সময়ে লিটনকে আমি দেখেছি। ওর খেলার স্টাইল আমাকে মুগ্ধ করেছিল। আমি ভেবেছিলাম লিটন বাংলাদেশ ক্রিকেটের গতিপথ বদলে দেবে। কিন্তু আমি হতাশই হয়েছি। সেই কথা জানিয়েছিলাম লিটনকেই। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসনের মতোই উচ্চতায় পৌঁছবে লিটন।”
অশ্বিনের বক্তব্য শুনে সহমত পোষণ করেন লিটনও। অশ্বিনকে তিনি বলেন, ”ঠিকই বলেছ অ্যাশ ভাই। আমাদের ক্রিকেটীয় সংস্কৃতি একটু অন্যধরনের। এখানে খেলি বলে আমাদের নাম বেশি ছড়ায় না। অন্যধরনের পিচে খেললে মানিয়ে নিতে সময় লাগে।”
তবে সাফল্য পাওয়ার, রান করার উপায় লিটন এখন শিখে ফেলেছেন বলেই জানিয়েছেন অশ্বিনকে। ভারতের তারকা অফস্পিনার পালটা বলেন, ”তুমি ভাল করলে আমিই সবচেয়ে বেশি খুশি হব।”
[আরও পড়ুন: মেসির অপেক্ষায় এমবাপে, মার্টিনেজের কটাক্ষের জবাবে কী বললেন ফরাসি তারকা?]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ