ক্রিকেটে ‘মানকাডিং’ নিয়ে হইচই হয় সব সময়ই। এটি ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত আউট। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ থেকে ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ফের এক বার উঠে এসেছে ‘মানকাডিং’। এখনও অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা ‘মানকাডিং’ করার আগে প্রতিপক্ষ ব্যাটারকে সতর্ক করে দেন। অনেকে আবার করেন না। বক্সিং ডে টেস্টে তেমনই এক কাণ্ড করেছেন অজি তারকা জোরে বোলার মিচেল স্টার্ক।
Dec 29, 2022 | 4:13 PM