Year Ender 2022: টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বে জয়ের রেকর্ড একশো শতাংশ। যদিও এটুকু দিয়ে পুরো বিষয়টা সম্পূর্ণ হচ্ছে না। গত বছরের শেষ এবং এ বছরের শুরুতে ভারতীয় ক্রিকেটে ব্যাপক পালা বদল হয়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্য়াটে নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। টুর্নামেন্টের আগেই সে কথা ঘোষণা করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। সাদা বলে রোহিতকে পূর্ণ সময়ের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার পাশাপাশি টেস্টে সহ অধিনায়ক ঘোষণা করা হয়। পরবর্তীতে তিন ফর্ম্যাটেই নেতা হন রোহিত। যদিও বিদেশের মাটিতে এখনও টেস্টে নেতৃত্ব দেননি।
Dec 29, 2022 | 8:45 AM