2023 ICC Women’s T20 World Cup: নতুন বছরের শুরুতেই মেয়েদের টি-২০ বিশ্বকাপ, স্কোয়াডে বাংলার রিচা


দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মেয়েদের আইসিসি টি-২০ বিশ্বকাপ। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার শিখা পান্ডে।

Image Credit source: Twitter

মুম্বই: আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসছে মেয়েদের টি-২০ বিশ্বকাপের (2023 ICC Women’s T20 World Cup) আসর। টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ঘোষিত হয়েছে ১৫ সদস্যের ভারতীয় দল। যেখানে দলে ফিরেছেন অভিজ্ঞ জোরে বোলার শিখা পান্ডে। দীর্ঘ ১৪ মাস পর ফিরছেন শিখা। শেষবার ভারতের জার্সিতে ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের অক্টোবরে। বরাবরের মতো দলের নেতৃত্বে হরমনপ্রীত কউর। কাপ যুদ্ধে ঝাঁপানোর আগে দক্ষিণ আফ্রিকায় ক্রিদেশীয় সিরিজ খেলবেন হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা। বিশ্বকাপ (T20 World Cup) ও ত্রিদেশীয় সিরিজ দুটোরই দল ঘোষণা করেছে বিসিসিআই। ত্রিদেশীয় সিরিজে আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়া তৃতীয় দল হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। কেমন হল টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড? বিশ্বকাপে ভারতের শিডিউল কী? জেনে নিন TV9 Banglaর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন দুয়েক পর অভিযান শুরু করবে ভারতীয় দল। ১২ ফেব্রুয়ারি হরমনপ্রীতদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ভারত। মেয়েদেরও বিশ্বকাপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু পর ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি চতুর্থ ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। টুর্নামেন্টে গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত। ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। সিরিজের প্রথম ম্যাচে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন হিমাচল প্রদেশের উইকেটকিপার সুষমা ভার্মা। বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। অলরাউন্ডার স্নেহ রানা জায়গা পাননি। তবে ত্রিদেশীয় সিরিজে নাম রয়েছে তাঁর।

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সারওয়ানি, পুজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কওয়াড় এবং শিখা পান্ডে।



Leave a Reply