MS Dhoni-Nepal: ধোনির মতো ‘নো লুক’ রান আউট! নেপাল উইকেটরক্ষক অর্জুনের লক্ষ্যভেদ, দেখুন ভিডিয়ো


No Look Run-out: দ্রুত গতির থ্রো অবশ্য লক্ষ্য ভ্রষ্ট হয়। উইকেট থেকে অনেকটা ওয়াইড। তাতে অবশ্য দমে যাননি অর্জুন। ডাইভ দিয়ে এক হাতে বল ধরেন। সামারসল্ট পজিশনে শূন্যে থাকা অবস্থাতেই না দেখে উইকেট ভেঙে দেন অর্জুন।

Image Credit source: OWN Photograph

কাঠমাণ্ডু: নেপাল ক্রিকেট লিগে অনবদ্য দুটি রান আউট করে সাড়া ফেলে দিয়েছেন উইকেটরক্ষক অর্জুন সাদ। কিংবদন্তি ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এমন স্মরণীয় অনেক রান আউট করেছেন। একজন তরুণ উইকেটরক্ষকও তাঁর মতোই রান আউট করায় অবাক ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। তাও একবার নয়, দু বার ‘নো লুক রান আউট’ করেন অর্জুন। নেপাল টি-টোয়েন্টি লিগে এমনটা হয়েছে। ম্যাচের চেয়েও আলোচনার কেন্দ্রে তাঁর এই রান আউট দুটি। বিস্তারিত TV9Bangla-য়।

কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির বিদ্য়ুৎ গতির স্টাম্পিং, অনবদ্য় কিছু রান আউট, তাঁর গতে ধারার বাইরের টেকনিক, সব কিছু নিয়েই আলোচনা হয়। তরুণ প্রজন্মের অনেকেই অনুসরণ এবং অনুকরণের চেষ্টা করেন ধোনিকে। তাঁর মতোই রান আউট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্জুন। নেপাল টি-টোয়েন্টি লিগে তিনি খেলেন বিরাট নগর সুপার কিংসে। জনকপুর রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দুটি ‘নো লুক রান আউট’ করেন অর্জুন। প্রথমটি খুবই কঠিন। গালি থেকে থ্রো আসছিল। উইকেটের পিছনে পজিশন নেন অর্জুন। দ্রুত গতির থ্রো অবশ্য লক্ষ্য ভ্রষ্ট হয়। উইকেট থেকে অনেকটা ওয়াইড। তাতে অবশ্য দমে যাননি অর্জুন। ডাইভ দিয়ে এক হাতে বল ধরেন। সামারসল্ট পজিশনে শূন্যে থাকা অবস্থাতেই না দেখে উইকেট ভেঙে দেন অর্জুন।

দু-বলের ব্যবধানে আরও একটি অনবদ্য রান আউট। এ বার থ্রো আসে ডিপ মিডউইকেট থেকে। তিনি উইকেটের কাছে থাকলেও থ্রো আসে পপিং ক্রিজের বাইরে। বল ধরে টার্ন নেওয়ার সময় ছিল না। পায়ের ফাঁক দিয়ে উইকেটে মারেন অর্জুন। তাঁর দুটি চোখ ধাঁধানো রান আউটেও অবশ্য় দল জেতেনি। নেপাল টি-টোয়েন্টি লিগ ছ-দলের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিদেশি ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। খেলছেন এ বার প্রথম আইপিএলে দল পাওয়া জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও। এমনকী খেলছেন ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা উন্মুক্ত চাঁদও। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেন।



Leave a Reply