ধাক্কা লাগতেই দাউদাউ করে আগুন, রক্তাক্ত পন্থকে উদ্ধার করেন স্থানীয়রা


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Dec 30, 2022 | 11:17 AM

শুক্রবার সাত সকালে বড়সড় পথ দুর্ঘটনার খবর। দিল্লি থেকে দেরাদুনে মায়ের কাছে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। প্রাণে রক্ষা পেলেও ২৫ বছরের ক্রিকেটারের পিঠ ও কপালে গুরুতর আঘাত লেগেছে। পায়েও আঘাত পেয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

Dec 30, 2022 | 11:17 AM

বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি নিজেই চালিয়ে যাচ্ছিলেন ঋষভ। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে তাঁর গাড়িটি রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে।

বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি নিজেই চালিয়ে যাচ্ছিলেন ঋষভ। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে তাঁর গাড়িটি রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে।

লোহার রেলিং ভেঙে যায়,ধাক্কা লাগে ল্যাম্প পোস্টে। ল্যাম্প পোস্ট ভেঙে গিয়েছে। এর থেকেই দুর্ঘটনার ভয়াবহতা আন্দাজ করা যায়।

লোহার রেলিং ভেঙে যায়,ধাক্কা লাগে ল্যাম্প পোস্টে। ল্যাম্প পোস্ট ভেঙে গিয়েছে। এর থেকেই দুর্ঘটনার ভয়াবহতা আন্দাজ করা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা লাগতেই দামি গাড়িটিতে আগুন ধরে যায়। বহু চেষ্টার পর আগুন নেভে। ততক্ষণে পুরো গাড়িটি পুড়ে ছাই গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা লাগতেই দামি গাড়িটিতে আগুন ধরে যায়। বহু চেষ্টার পর আগুন নেভে। ততক্ষণে পুরো গাড়িটি পুড়ে ছাই গিয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, উত্তর ভারতের কনকনে ঠান্ডা ও কুয়াশা। যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই স্থানটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। এর আগে বহু দুর্ঘটনা ঘটেছে একই স্থানে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, উত্তর ভারতের কনকনে ঠান্ডা ও কুয়াশা। যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই স্থানটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। এর আগে বহু দুর্ঘটনা ঘটেছে একই স্থানে।

স্থানীয়রা ১০৮ নম্বরে ডায়াল করে সাহায্য চান। তড়িঘড়ি পন্থকে রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

স্থানীয়রা ১০৮ নম্বরে ডায়াল করে সাহায্য চান। তড়িঘড়ি পন্থকে রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে পন্থের মাথায় ব্যান্ডেজ। পিঠের ক্ষত দেখছেন চিকিৎসকরা।

ছবিতে দেখা যাচ্ছে পন্থের মাথায় ব্যান্ডেজ। পিঠের ক্ষত দেখছেন চিকিৎসকরা।

জাতীয় দলের ক্রিকেটারকে দিল্লির হাসপাতালে রেফার করা হতে পারে বলে খবর।

জাতীয় দলের ক্রিকেটারকে দিল্লির হাসপাতালে রেফার করা হতে পারে বলে খবর।

বর্ষশেষ ও নতুন বছরটা পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন ঋষভ। একটা দুর্ঘটনায় সব পাল্টে গেল।

বর্ষশেষ ও নতুন বছরটা পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন ঋষভ। একটা দুর্ঘটনায় সব পাল্টে গেল।

ক্রিকেটারের সুস্থতা কামনায় গোটা দেশ। জানা গিয়েছে, পন্থের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে।

ক্রিকেটারের সুস্থতা কামনায় গোটা দেশ। জানা গিয়েছে, পন্থের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে।


Most Read Stories

Leave a Reply