শেষ মুহূর্তের গোলে রুদ্ধশ্বাস জয় ইস্টবেঙ্গলের


ISL 2022-23, East Bengal vs Bengaluru: বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়। এ বার ঘরের মাঠেও বেঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবলে বেঙ্গালুরুকে হারিয়ে আটে উঠে এল লাল-হলুদ।

Image Credit source: twitter

কলকাতা : বিশ্ব ফুটবল হারিয়েছে সম্রাটকে। যুবভারতীতে তাঁকে স্মরণ করা হল। তেমনই অনবদ্য শ্রদ্ধার্ঘ ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার। প্রায় এক সপ্তাহের বিরতি ছিল। তরতাজা হয়ে নেমেছিল ইস্টবেঙ্গল। মাঠেও ফল পেল। আইএসএলে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্য়বধানে হারাল ইস্টবেঙ্গল। প্রথম পর্বে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। উল্লেখযোগ্য ছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়। এ বার ঘরের মাঠেও বেঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবলে বেঙ্গালুরুকে হারিয়ে আটে উঠে এল লাল-হলুদ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসির ম্য়াচ রিপোর্ট TV9Bangla-য়।

বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার দুই প্রধানের যেই নামুক, বাড়তি তাগিদ দেখা যায়। এ দিনের ম্য়াচও শুরু থেকেই জমজমাট। গোলের দেখা মিলল ৩৯ মিনিটে। ম্যাচের ৩৮ মিনিটে সুহেরের সঙ্গে বল দখলের লড়াইয়ে বেঙ্গালুরু এফসির রোশন নাওরেম। লাইনের সামনে স্লাইড করেন। বক্সে হ্যান্ড বল হওয়ায় পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন সিলভা। গত কয়েক ম্যাচের পারফরম্য়ান্সের নিরিখে এই একটা গোল ইস্টবেঙ্গল শিবির ব্য়াপক আত্মবিশ্বাসের আমদানি করে। ১-০ এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গেল। স্বস্তি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি।

ইস্টবেঙ্গল ২ (ক্লেটন সিলভা-২)

বেঙ্গালুরু এফসি ১ (জাভি)

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লড়াই বেঙ্গালুরু এফসির। কলকাতা ময়দানে দীর্ঘ সময় খেলে যাওয়া সবুজ মেরুনের প্রাক্তনী রয় কৃষ্ণার অনবদ্য দৌড় থামাতে ব্যর্থ ইস্টবেঙ্গল রক্ষণ। তিনি গোলে শট নেওয়ার পজিশনে ছিলেন না। বল পাস করেন জাভির দিকে। ম্য়াচের ৫৫ মিনিটে জোরালো শটে গোল করে সমতা ফেরান। একটা সময় অবধি পরিস্থিতি দেখে মনে হচ্ছিল ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে দু-দলকে। শেষ মুহূর্তে ম্যাজিক। প্রায় মাঝ মাঠে ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। এ বারও শট নিলেন ব্রাজিলের ফুটবলার ক্লেটন সিলভা। কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানানোর এর চেয়ে ভালো উপহার যেন হয় না। দূরপাল্লার জোরালো শটে অনবদ্য গোল। তাও আবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।

Leave a Reply