Published by: Sulaya Singha | Posted: December 31, 2022 1:47 pm| Updated: December 31, 2022 1:47 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থ ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়তেই ক্রিকেটপ্রেমীদের মনে উঁকি মারতে শুরু করে একটি প্রশ্ন। সম্পূর্ণ সুস্থ হয়ে কবে আবার ফিরবেন ক্রিকেটের ২২ গজে? কবে তাঁকে দেখা যাবে সেই চেনা ছন্দে? ভারতীয় উইকেটকিপারের আঘাত যা গুরুতর, তাতে যে সুস্থ হতে অনেকটা সময় লাগবে, তা বলাই বাহুল্য। আর এই অনিশ্চয়তার আবহেই এবার শোনা যাচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন পন্থ। এমনকী গোটা আইপিএলেও (IPL 2023) হয়তো মাঠের বাইরের থাকতে হবে তাঁকে।
শুক্রবার ভোরে রুরকির কাছে ভয়ংকর পথ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর গাড়িতে আগুন ধরে যায়। কোনওক্রমে প্রাণ বাঁচে ভারতীয় তারকার। আপাতত দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের MRI হয়েছে তাঁর। রিপোর্ট স্বাভাবিক বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক দফা প্লাস্টিক সার্জারিও হয়েছে। তবে পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লি আনা হতে পারে দিল্লিতে। এমনটাই জানিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার আধিকারিক। এমতাবস্থায় তিনি কবে সুস্থ হয়ে ক্রিকেটের ২২ গজে ফিরবেন, তা বলা সত্যিই কঠিন।
[আরও পড়ুন: কোন দু’টি জিনিস ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা করল? জানালেন মোদির ভাই প্রহ্লাদ]
তবে ঋষিকেশ এইমসের চিকিৎসক কামার আজম একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিগামেন্টের চোট সারিয়ে সুস্থ হতে পন্থের অন্তত তিন থেকে ছ’মাস সময় লাগবে। চোট আরও বেশি গুরুতর হলে ফিট হতেও সময় লাগবে আরও বেশি। যদি ধরে নেওয়া হয় ২৫ বছরের পন্থের চোট সারতে কমপক্ষে ছ’মাস লাগবে, সেক্ষেত্রে অজি বাহিনীর বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে খেলার কোনও সম্ভাবনা নেই তাঁর। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু সেই সিরিজ। টেস্টে পন্থের না থাকাটা ভারতীয় শিবিরের (Team India) জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ এই ফরম্যাটে তিনি দলের অন্যতম শক্তিশালী স্তম্ভ। পন্থের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে ঋদ্ধিমান সাহা। অভিষেক হতে পারে কেএস ভরতেরও।
তবে শুধু টেস্ট সিরিজ নয়, আইপিএলের পরবর্তী মরশুমের গোটা সময়টাই হয়তো তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে নতুন অধিনায়ক তথা উইকেটকিপার বেছে নিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। শোনা যাচ্ছে, পন্থ না খেললে বিকল্প অধিনায়ক হিসেবে প্রাথমিকভাবে ভাবা হয়েছে চারটি নাম। ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ডে, পৃথ্বী শ এবং মিচেল মার্শ।
[আরও পড়ুন: ভামিকাকে সঙ্গে নিয়ে দুবাইয়ে বছরের শেষ সূর্যোদয়ের সাক্ষী বিরাট-অনুষ্কা, দেখুন ছবি]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ