নিয়ন আলোয় পার্টিতে মেসি-আন্তোনেলার জমাট রসায়ন


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 31, 2022 | 4:36 PM

দীর্ঘ অপেক্ষার পর মেসির হাতে উঠেছে বহু প্রতিক্ষিত সোনালি ট্রফি। আনন্দ যেন বাঁধ মানতে চাইছে না। এ বার রোসারিওতে বর্ষশেষ এবং বর্ষবরণের আমেজে জয় উদযাপনে মাতলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও তাঁক নিকটজনেরা।

Dec 31, 2022 | 4:36 PM

দীর্ঘ ৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ এসেছে মারাদোনার দেশে। মেসির হাতে বিশ্বকাপ উঠেছে ১১ দিন হয়ে গেল। তবে আনন্দ উদযাপন এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রোসারিওতে পরিবার পরিজনদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে ম্যাজিশিয়নকে। ছবি: ইন্সটাগ্রাম

দীর্ঘ ৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ এসেছে মারাদোনার দেশে। মেসির হাতে বিশ্বকাপ উঠেছে ১১ দিন হয়ে গেল। তবে আনন্দ উদযাপন এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রোসারিওতে পরিবার পরিজনদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে ম্যাজিশিয়নকে। ছবি: ইন্সটাগ্রাম

বৃহস্পতিবার রাতে রোসারিওর একটি হোটেলে পার্টির ব্যাবস্থা করেছিলেন মেসি। পার্টিতে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া, লিয়েন্দ্রো পেরেদেস সহ তাঁদের পরিবার।  ছবি: ইন্সটাগ্রাম

বৃহস্পতিবার রাতে রোসারিওর একটি হোটেলে পার্টির ব্যাবস্থা করেছিলেন মেসি। পার্টিতে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া, লিয়েন্দ্রো পেরেদেস সহ তাঁদের পরিবার। ছবি: ইন্সটাগ্রাম

 সেই সঙ্গেই পার্টিতে দেখা যায় মেসির মা সেলিয়া মারিয়া কুক্কিতিনিকে ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে ও বাবা জর্জকেও। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই জমে উঠেছিল মেসিদের পার্টি। ঝাঁ চকচকে পার্টিতে উপস্থিত ছিলেন আরও অনেক অতিথি।  ছবি: ইন্সটাগ্রাম

সেই সঙ্গেই পার্টিতে দেখা যায় মেসির মা সেলিয়া মারিয়া কুক্কিতিনিকে ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে ও বাবা জর্জকেও। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই জমে উঠেছিল মেসিদের পার্টি। ঝাঁ চকচকে পার্টিতে উপস্থিত ছিলেন আরও অনেক অতিথি। ছবি: ইন্সটাগ্রাম

চ্যাম্পিয়ন্স লেখা মস্ত বড় আকাশি-সাদা কেক কেটেছেন মেসি ও তাঁর দুই সতীর্থ পেরেদেস ও ডি মারিয়া। চোখেমুখে স্বস্তির হাসি তাঁদের। ছবি: ইন্সটাগ্রাম

চ্যাম্পিয়ন্স লেখা মস্ত বড় আকাশি-সাদা কেক কেটেছেন মেসি ও তাঁর দুই সতীর্থ পেরেদেস ও ডি মারিয়া। চোখেমুখে স্বস্তির হাসি তাঁদের। ছবি: ইন্সটাগ্রাম

রঙ বেরঙের পানীয় ও লস পালমেরাস ও লা কোঙ্গা ব্যান্ডের সঙ্গীত অনুষ্ঠানের সঙ্গে জমে উঠেছিল মেসিদের গ্র্যান্ড পার্টি। মেসির স্ত্রী আন্তোনেলার ইনস্টাগ্রামে ঘোরাফেরা করছে পার্টির বিভিন্ন ঝলক। ছবি: ইন্সটাগ্রাম

রঙ বেরঙের পানীয় ও লস পালমেরাস ও লা কোঙ্গা ব্যান্ডের সঙ্গীত অনুষ্ঠানের সঙ্গে জমে উঠেছিল মেসিদের গ্র্যান্ড পার্টি। মেসির স্ত্রী আন্তোনেলার ইনস্টাগ্রামে ঘোরাফেরা করছে পার্টির বিভিন্ন ঝলক। ছবি: ইন্সটাগ্রাম

লিওকে সেই পার্টিতে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে আন্তোনেলাকে। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে রয়েছেন দু'জন। লিও আজ বিশ্বচ্যাম্পিয়ন, পাশে এখনও রয়েছেন আন্তোনেল। ভাবা যায়! এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। ছবি: ইন্সটাগ্রাম

লিওকে সেই পার্টিতে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে আন্তোনেলাকে। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে রয়েছেন দু’জন। লিও আজ বিশ্বচ্যাম্পিয়ন, পাশে এখনও রয়েছেন আন্তোনেল। ভাবা যায়! এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। ছবি: ইন্সটাগ্রাম

ছেলের জয়ে সামিল হয়েছেন গর্বিত মা সেলিয়া। খুশি যেন বাঁধ মানছেব না তাঁর। চোখে মুখে ফুটে উঠছে আনন্দ উচ্ছ্বাস। ছবি: ইনস্টাগ্রাম

ছেলের জয়ে সামিল হয়েছেন গর্বিত মা সেলিয়া। খুশি যেন বাঁধ মানছেব না তাঁর। চোখে মুখে ফুটে উঠছে আনন্দ উচ্ছ্বাস। ছবি: ইনস্টাগ্রাম


Most Read Stories

Leave a Reply