প্রোটিয়াদের হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুবিধে করে দিল ভারতের


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 31, 2022 | 7:30 AM

অজিদের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছে প্রোটিয়াদের। শেষ টেস্টটি হাতে রেখেই আপাতত সিরিজ পকেটে পুরে ফেলেছে অজিরা। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা হারতেই, ভারতের বেশ সুবিধে হল। কিন্তু কীভাবে? আসলে, অস্ট্রেলিয়ার কাছে পর পর দুটি টেস্ট ম্যাচে হারার ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে নীচে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভবনা আরও বেড়ে গেল।

Dec 31, 2022 | 7:30 AM

অস্ট্রেলিয়ার (Australia) কাছে বক্সিং ডে টেস্টে এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা (South Africa)। অজিদের এই জয়ের ফলে একদিক থেকে তাদের যেমন লাভ হয়েছে, তেমনই সুবিধা হয়েছে রোহিত শর্মার ভারতেরও (India)। (ছবি-টুইটার)

অস্ট্রেলিয়ার (Australia) কাছে বক্সিং ডে টেস্টে এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা (South Africa)। অজিদের এই জয়ের ফলে একদিক থেকে তাদের যেমন লাভ হয়েছে, তেমনই সুবিধা হয়েছে রোহিত শর্মার ভারতেরও (India)। (ছবি-টুইটার)

প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে পর পর দুটি টেস্ট ম্যাচে হারার ফলে, ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের চার নম্বরে নেমে গিয়েছে। ১২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্রোটিয়ারা। (ছবি-টুইটার)

প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে পর পর দুটি টেস্ট ম্যাচে হারার ফলে, ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের চার নম্বরে নেমে গিয়েছে। ১২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্রোটিয়ারা। (ছবি-টুইটার)

প্রোটিয়াদের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আরও কাছে পৌঁছে গেল ভারত। ১৪ টি ম্যাচে ৫৮.৯৯ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৯৯ পয়েন্ট রয়েছে ভারতের ঝুলিতে। (ছবি-টুইটার)

প্রোটিয়াদের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আরও কাছে পৌঁছে গেল ভারত। ১৪ টি ম্যাচে ৫৮.৯৯ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৯৯ পয়েন্ট রয়েছে ভারতের ঝুলিতে। (ছবি-টুইটার)

১৪টি টেস্ট ম্যাচের ১০টিতে জয়, ১টি হার ও ৩টি ড্রয়ের পর ৭৮.৫৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কদের পয়েন্ট ১৩২। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্য়াচটিতেও অস্ট্রেলিয়া জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে অজিরা তাদের স্থান আরও মজবুত করবে। (ছবি-টুইটার)

১৪টি টেস্ট ম্যাচের ১০টিতে জয়, ১টি হার ও ৩টি ড্রয়ের পর ৭৮.৫৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কদের পয়েন্ট ১৩২। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্য়াচটিতেও অস্ট্রেলিয়া জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে অজিরা তাদের স্থান আরও মজবুত করবে। (ছবি-টুইটার)

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে অস্ট্রেলিয়া ও ভারতের পরই রয়েছে শ্রীলঙ্কা। ১০টি ম্যাচের ৫টিতে জয়, ৪টিতে হার ও ১টি ড্রয়ের পর ৫৩.৩৩ শতাংশ পয়েন্টে রয়েছে শ্রীলঙ্কার। দিমুথ করুণারত্নেদের পয়েন্ট ৬৪। (ছবি-টুইটার)

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে অস্ট্রেলিয়া ও ভারতের পরই রয়েছে শ্রীলঙ্কা। ১০টি ম্যাচের ৫টিতে জয়, ৪টিতে হার ও ১টি ড্রয়ের পর ৫৩.৩৩ শতাংশ পয়েন্টে রয়েছে শ্রীলঙ্কার। দিমুথ করুণারত্নেদের পয়েন্ট ৬৪। (ছবি-টুইটার)

নতুন বছরে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে রোহিত শর্মার ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে কঠিন পরীক্ষার মুখে পড়তেই হবে। বর্তমানে টেস্ট ফর্ম্যাটে দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে হবে রোহিত শর্মার ভারতকে। অজিদের বিরুদ্ধে ভারত যদি চারটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট জিততে পারে ওই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেদের স্থান পাকা করে নেবেন বিরাটরা। (ছবি-টুইটার)

নতুন বছরে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে রোহিত শর্মার ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে কঠিন পরীক্ষার মুখে পড়তেই হবে। বর্তমানে টেস্ট ফর্ম্যাটে দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে হবে রোহিত শর্মার ভারতকে। অজিদের বিরুদ্ধে ভারত যদি চারটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট জিততে পারে ওই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেদের স্থান পাকা করে নেবেন বিরাটরা। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply