দেখতে দেখতে বাইশ সালটা শেষের পথে। রাত পোহালেই নতুন বছর। চারিদিকে চলছে বর্ষবরণের উন্মাদনা। এই সময় দেশে নেই একাধিক তারকা। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও রয়েছেন এই তালিকায়। দিনকয়েক আগেই তাঁকে সপরিবারে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল একগাদা লাগেজও। তা দেখেই বোঝা গিয়েছিল, বছর শেষে বেড়াতে যাচ্ছেন ভিকে।
Dec 31, 2022 | 5:55 PM