English Premier League: ম্য়ান সিটির গোলমেশিন আর্লিং হালান্ড এই ম্য়াচেও হতাশ করেননি। এভার্টনের বিরুদ্ধে ম্য়াচের ২৪ মিনিটে হালান্ডের গোলেই এগিয়ে যায় ম্য়াঞ্চেস্টার সিটি।
Image Credit source: twitter
ম্যাঞ্চেস্টার : ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাঞ্চেস্টারেই অস্বস্তি। জয় দিয়ে বছর শেষ করতে ব্য়র্থ ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এভার্টনের বিরুদ্ধে ড্র করায় চ্য়াম্পিয়নশিপের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ল। অন্য দিকে, ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডেরও (Manchester United) কষ্টার্জিত জয়। রক্ষাকর্তা হয়ে উঠলেন পরিবর্ত হিসেবে নামা তরুণ স্ট্রাইকার মার্কাস ব়্যাশফোর্ড। ম্য়ান ইউ কোচ এরিক টেন হ্য়াগের সিদ্ধান্ত নিয়ে অবশ্য অনেক প্রশ্ন উঠল। ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট পরিস্থিতি। দুই ম্য়াঞ্চেস্টারে কী ঘটল, বিস্তারিত TV9Bangla।
ছন্দে থাকা মার্কাস ব়্যাশফোর্ডকে উলভসের বিরুদ্ধে প্রথম একাদশে রাখেননি ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্য়াগ। কারণ হিসেবে শৃঙ্খলাভঙ্গের কথা উঠে এসেছে। তরুণ স্ট্রাইকারকে ‘শিক্ষা’ দিতেই প্রথম একাদশে রাখেননি কোচ। শেষ অবধি তিনিই হয়ে উঠলেন কোচের ভরসা। বিশ্বকাপেও অনবদ্য ছন্দে ছিলেন ব়্যাশফোর্ড। তিনটি গোল করেছিলেন কাতারে। বিশ্বকাপ বিরতির পর ম্যান ইউয়ের হয়েও টানা তিন ম্য়াচেই গোল করলেন মার্কাস। প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্য়র্থ ম্য়ান ইউ। বিরতির পরই আলেজান্দ্রো গার্নাচোর পরিবর্তে ব়্যাশফোর্ডকে নামানো হয়। তিনি নামতেই ম্য়াচের রং বদলায়। ৭৬ মিনিটে ম্য়াচের একমাত্র এবং জয়সূচক গোল। বাঁ প্রান্ত ধরে উঠছিলেন মার্কাস। ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে ওয়াল খেলে ঢোকার চেষ্টা করেন। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল ব়্যাশফোর্ডের। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একটি গোল ভিএআরে বাতিল হয়।
পেপ গুয়ার্দিওলার দল ম্য়াঞ্চেস্টার সিটি অবশ্য আটকে গেল এভার্টনের বিরুদ্ধে। এগিয়ে থেকেও গোল ধরে রাখতে ব্যর্থ তারা। ম্য়ান সিটির গোলমেশিন আর্লিং হালান্ড এই ম্য়াচেও হতাশ করেননি। এভার্টনের বিরুদ্ধে ম্য়াচের ২৪ মিনিটে হালান্ডের গোলেই এগিয়ে যায় ম্য়াঞ্চেস্টার সিটি। জ্য়াক গ্রিলিশ নিজের মার্কারকে সরিয়ে ওরকম চাপের মুখেও মাহরেজকে পাস বাড়ান গ্রিলিশ। মাহরেজের অনবদ্য পাস আর্লিং হালান্ডকে। তিনি হতাশ করেননি। কিন্তু চিরাচরিত যে কথা ব্য়বহার হয়ে থাকে, এক গোলের লিড কখনোই সুরক্ষিত নয়। ম্যাঞ্চেস্টার সিটির ক্ষেত্রেও তাই ঘটল। ম্য়াচের ৬৪ মিনিটে এভার্টনের হয়ে গোল শোধ করেন ডেমারাই গ্রে। এই ম্য়াচে ড্রয়ের ফলে অনেকটাই পিছিয়ে পড়ল ম্য়ান সিটি।