যত দ্রুত সম্ভব ফুটবলার বাছাইয়ের কাজ শেষ করতে চায় ইস্টবেঙ্গল।
Image Credit source: East Bengal Twitter
কলকাতা: দু’দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে নামল ইস্টবেঙ্গল (East Bengal)। বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-হলুদ। আইএসএলে (ISL) বেঙ্গালুরু ম্যাচের পর ৩১ ডিসেম্বর আর ১ জানুয়ারি দু’দিন ফুটবলারদের অনুশীলনে ছুটি দেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। সোমবার থেকে আবার শুরু অনুশীলন। নতুন বছরে নতুন স্বপ্নের লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। শনিবার ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। সেই ম্যাচের প্রস্তুতিতেই নেমে পড়েছেন সুহের, মোবাশিররা। বিস্তারিত তুলে ধরা হল TV9Bangla-র এই প্রতিবেদনে।
এ দিকে ইস্টবেঙ্গলে বিদেশি বাছাইয়ের কাজও চলছে জোরকদমে। ছাঁটাইয়ের পথে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রো। তাঁর বদলে একজন ভালো মানের স্ট্রাইকার আনতে চাইছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গেই কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। ক্লেটন সিলভার সঙ্গী হিসেবে ভালো মানের বিদেশি আনতে চায় ইস্টবেঙ্গল। এখনও প্রথম ছয়ে ওঠার সম্ভাবনা রয়েছে লাল-হলুদের। ১১ টি ম্যাচে ইস্টবেঙ্গলের ঝুলিতে ১২ পয়েন্ট। বাকি ৯ ম্যাচে নিজেদের সেরাটা মেলে ধরতে মরিয়া ফুটবলাররাও। বিদেশি বাছাইয়ের কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে। সব কিছু চূড়ান্ত হয়ে গেলেই নাম ঘোষণা করবে ম্যানেজমেন্ট।
New year, new goals! ??#EastBengalFC #HeroISL #আমাগোমশাল #IndianFootball #LetsFootball pic.twitter.com/u5Gk9e2uh5
— East Bengal FC (@eastbengal_fc) January 2, 2023
একই সঙ্গে বেশ কয়েকজন দেশীয় ফুটবলার রিক্রুট করতেও চায় ইস্টবেঙ্গল। ভারতের জুনিয়র দল থেকে কয়েক জনকে নিতে পারে লাল-হলুদ। এই ট্রান্সফার উইন্ডোকে ভালো ভাবে কাজে লাগাতে চায় ইস্টবেঙ্গল। এই সপ্তাহের মধ্যেই বিদেশি ফুটবলারের নাম চূড়ান্ত হয়ে যাবে। যত দ্রুত সম্ভব ফুটবলার বাছাইয়ের কাজ শেষ করতে চায় ইস্টবেঙ্গল।