ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটে টেস্টের সিরিজ হারের মতো লজ্জাজনক ঘটনার পর রাতারাতি চেয়ারম্যান রামিজ রাজাকে (Ramiz Raza) সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে নাজম শেঠি দায়িত্ব নিয়েছেন। তাতেও যে ডামাডোল বন্ধ হয়েছে, পিসিবিতে, তা নয়।
Image Credit source: Twitter
করাচি: যতই বদল হোক, যতই নতুন করে ভাবনা শুরু হোক, পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) যে বদলানোর নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটে টেস্টের সিরিজ হারের মতো লজ্জাজনক ঘটনার পর রাতারাতি চেয়ারম্যান রামিজ রাজাকে (Ramiz Raza) সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে নাজম শেঠি দায়িত্ব নিয়েছেন। তাতেও যে ডামাডোল বন্ধ হয়েছে, পিসিবিতে, তা নয়। উল্টে রামিজই এখন কাঁটা হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের। নিত্যনতুন এমন এমন সব প্রশ্ন তুলে দিচ্ছেন, যা অস্বস্তিতে ফেলে দিয়েছে পিসিবিকে (PCB)। আর তা মূলত সেই চিরাচরিত ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নিয়ে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে দীর্ঘদিন কোনও ক্রিকেট সফর হয়নি। আগামী দিনে হবে, এমন আশ্বাসও মিলছে না। তারই মধ্য়ে পাকিস্তানে এশিয়া কাপ ভারত খেলতে যাবে কিনা, ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কিনা, তা নিয়ে রয়েছে ব্যাপক অনিশ্চয়তা। তারই মধ্যে রামিজ তুলে দিলেন প্রশ্ন। তুলে ধরল TV9 Bangla।
পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক নিয়ে স্পষ্ট করে দিয়েছেন নিজের মনোভাব। পরিষ্কার বলে দিয়েছেন, পাকিস্তান সরকার যা বলবে, সেই মতো এগোবে বোর্ড। আর তা নিয়েই যত আপত্তি রামিজের। প্রাক্তন পাক ক্রিকেটারের সোজা কথা, ‘কাকে বলে নেতৃত্ব? যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজন করতে বলল, তখন ভারত বলে দিল, ওরা পাকিস্তানে এসে খেলবে না। নিরপেক্ষ জায়গায় যেন টুর্নামেন্ট আয়োজন করা হয়। এমন কিছু ঘটনার পর কী প্রতিক্রিয়া হওয়া উচিত?’
রামিজ পাক বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন এই ইস্যুতে যথেষ্ট ভারতবিরোধী মন্তব্য করেছেন। এমনকি এও বলে দিয়েছিলেন যে, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে পাকিস্তানও চলতি বছর ভারতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাবে না। এ নিয়ে দুই দেশেরই রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এমনিতেই রাজনৈতিক কারণে পাকিস্তান বেশ কোণঠাসা। ক্রিকেট নিয়ে ভারতকে চটানোর কোনও ইচ্ছে পাক সরকারের এই মুহূর্তে নেই।
রামিজ কিন্তু বলে দিচ্ছেন, ‘আমরা কি ভারতের চাকর হয়ে থাকব? ওরা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলে এটা মেনে নিতে হবে? ওরা যা বলবে, আমাদের তাই মেনে নিতে হবে? জাতীয় ক্রিকেট বোর্ড হিসেবে কিন্তু আমাদের ভাবতে হবে। তা না হলে কিন্তু আমরা দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাব। সরকার অনুমতি দেবে, তারপর আমরা কথা বলতে শুরু করব এমন ইস্যু নিয়ে, তা হতে পারে না। এটা কিন্তু নেতৃত্বের ইতিবাটচক দিক হতে পারে না।’
রামিজের এই বিরূপ প্রতিক্রিয়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পিসিবি চিরকালই পাকিস্তান সরকারের কাঠের পুতুল হয়েই থেকেছে। যা সরকার বলেছে, তাই মেনেছে পিসিবি। যাঁরা সরকার ঘনিষ্ঠ, তাঁরা দায়িত্ব পেয়েছেন পাক বোর্ড পরিচালনা করার। নাজম শেঠি চেয়ারম্যান হওয়ার পর পরিস্থিতি বদলাবে, এমন আশা করছেন না রামিজ। প্রাক্তন ক্রিকেটারের ভাবনাকে সমর্থন জানাচ্ছেন ওই দেশের অনেকেই।