ফরাসি লিগে অঘটন, মরসুমের প্রথম হার পিএসজির!


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jan 02, 2023 | 7:30 AM

Paris Saint-Germain: নতুন বছরের শুরুতেই ফরাসি লিগে বিরাট অঘটন। লেনসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার তারকা সমৃদ্ধ পিএসজির। শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় তারা। যদিও অঘটন এড়াতে ব্যর্থ। মরসুমের প্রথম হার পিএসজির। লেনসের পক্ষে ম্যাচের ফল ৩-১। গত ম্যাচে লাল কার্ড দেখায় নেইমারকে পায়নি পিএসজি। লিও মেসি এখনও যোগ দেননি। তবে এমবাপের মতো তারকা ছিলেন। যিনি কাতার বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন।

Jan 02, 2023 | 7:30 AM

নতুন বছরের শুরুতেই ফরাসি লিগে বিরাট অঘটন। লেনসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার তারকা সমৃদ্ধ পিএসজির। শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় তারা। যদিও অঘটন এড়াতে ব্যর্থ। ম্য়াচ শুরুর আগে প্রয়াত ফুটবল সম্রাট পেলের জন্য নীরবতা পালন করা হয়। (ছবি : এএফপি)

নতুন বছরের শুরুতেই ফরাসি লিগে বিরাট অঘটন। লেনসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার তারকা সমৃদ্ধ পিএসজির। শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় তারা। যদিও অঘটন এড়াতে ব্যর্থ। ম্য়াচ শুরুর আগে প্রয়াত ফুটবল সম্রাট পেলের জন্য নীরবতা পালন করা হয়। (ছবি : এএফপি)

মরসুমের প্রথম হার পিএসজির। লেনসের পক্ষে ম্যাচের ফল ৩-১। গত ম্যাচে লাল কার্ড দেখায় নেইমারকে পায়নি পিএসজি। লিও মেসি এখনও যোগ দেননি। তবে এমবাপের মতো তারকা ছিলেন। যিনি কাতার বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন। (ছবি : এএফপি)

মরসুমের প্রথম হার পিএসজির। লেনসের পক্ষে ম্যাচের ফল ৩-১। গত ম্যাচে লাল কার্ড দেখায় নেইমারকে পায়নি পিএসজি। লিও মেসি এখনও যোগ দেননি। তবে এমবাপের মতো তারকা ছিলেন। যিনি কাতার বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন। (ছবি : এএফপি)

পিএসজি ডিফেন্সে সের্গিও ব়্যামোস, বিশ্বকাপে নজর কাড়া মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। গোলে ইতালির তারকা ডোনারুমা। তাতেও এমন ফল, অপ্রত্যাশিত। (ছবি : এএফপি)

পিএসজি ডিফেন্সে সের্গিও ব়্যামোস, বিশ্বকাপে নজর কাড়া মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। গোলে ইতালির তারকা ডোনারুমা। তাতেও এমন ফল, অপ্রত্যাশিত। (ছবি : এএফপি)

ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই লেনসকে এগিয়ে দেন জেমসল ফ্র্য়াঙ্কোস্কি। এমন পরিস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না পিএসজি। এত দ্রুত গোল খেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সাফল্যও আসে। (ছবি : এএফপি)

ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই লেনসকে এগিয়ে দেন জেমসল ফ্র্য়াঙ্কোস্কি। এমন পরিস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না পিএসজি। এত দ্রুত গোল খেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সাফল্যও আসে। (ছবি : এএফপি)

লেনসের গোলের তিন মিনিটের মধ্যেই পিএসজির হয়ে সমতা ফেরান পিএসজি স্ট্রাইকার হুগো একতিকে। তাঁর গোলে সাময়িক স্বস্তি ফেরে। (ছবি : এএফপি)

লেনসের গোলের তিন মিনিটের মধ্যেই পিএসজির হয়ে সমতা ফেরান পিএসজি স্ট্রাইকার হুগো একতিকে। তাঁর গোলে সাময়িক স্বস্তি ফেরে। (ছবি : এএফপি)

প্রথমার্ধেই ফের এগিয়ে যায় লেনস। এ বার গোল করেন লোইস ওপেন্ডা। ২-১ গোলে এগিয়ে যেতেই ঘরের মাঠে আত্মবিশ্বাস ফিরে পায় লেনস। (ছবি : এএফপি)

প্রথমার্ধেই ফের এগিয়ে যায় লেনস। এ বার গোল করেন লোইস ওপেন্ডা। ২-১ গোলে এগিয়ে যেতেই ঘরের মাঠে আত্মবিশ্বাস ফিরে পায় লেনস। (ছবি : এএফপি)

দ্বিতীয়ার্ধের শুরুতেই লেনসের হয়ে ব্য়বধান বাড়া অ্য়ালেক্সিস ক্লদে মরিস। ৪৭ মিনিটে তাঁর গোলে লেনস ৩-১ এগিয়ে যেতেই কার্যত হাল ছেড়ে দেয় পিএসজি। মরসুমের প্রথম হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়। (ছবি : এএফপি)

দ্বিতীয়ার্ধের শুরুতেই লেনসের হয়ে ব্য়বধান বাড়া অ্য়ালেক্সিস ক্লদে মরিস। ৪৭ মিনিটে তাঁর গোলে লেনস ৩-১ এগিয়ে যেতেই কার্যত হাল ছেড়ে দেয় পিএসজি। মরসুমের প্রথম হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়। (ছবি : এএফপি)


Most Read Stories

Leave a Reply