মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে তীব্র লড়াই!


Women’s IPL: বাইশ গজে বল গড়ানোর আগেই সম্প্রচারের লড়াই শুরু হয়ে গিয়েছে। বছর শেষেই মহিলাদের আইপিএলের মিডিয়া রাইটসের দরপত্র প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোন সংস্থা পাবে মেয়েদের আইপিএল দেখানোর স্বত্ব, তা নিয়ে তুমুল আগ্রহ।

মহিলা আইপিএল সম্প্রচার করতে মুখিয়ে বিশ্বের নামজাদা সব সংস্থা

Image Credit source: Twitter

নয়াদিল্লি: নতুন বছরের মার্চ মাসেই শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল (WIPL 2023)। এই প্রথম মেয়েদের আইপিএল দেখবে ক্রিকেট বিশ্ব। কোন প্ল্যাটফর্ম পাবে আইপিএলের সম্প্রচারের সুযোগ, এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। বিসিসিআই (BCCI) মেয়েদের আইপিএল ২০২৩-এর জন্য সম্প্রচার স্বত্বের  দরপত্র ঘোষণা করেছে। বোর্ড সূত্রের খবর, ১০টি বড় সংস্থা ইতিমধ্যে দরপত্র তুলেছে। যার মধ্যে কিছু ওটিটি প্ল্যাটফর্মও (OTT Platform) রয়েছে। কোন কোন সংস্থা রয়েছে এই তালিকায়? তুলে ধরল TV9 Bangla

বাইশ গজের লড়াই শুরুর আগেই সম্প্রচারের লড়াই শুরু হয়ে গিয়েছে। বছর শেষেই মহিলাদের আইপিএলের মিডিয়া রাইটসের দরপত্র প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২-এর ৩১ জানুয়ারি পর্যন্ত এই দরপত্র গ্রহণের সময় দেওয়া হয়েছিল সংস্থাগুলিকে। বিসিসিআই সূত্রের খবর, ১০টি বড় সংস্থা এই দরপত্র তুলেছে মেয়েদের আইপিএল দেখানোর জন্য। এই তালিকায় রয়েছে, ডিজ়নি স্টার, সোনি নেটওয়ার্ক, ভায়াকম ১৮ এর মতো বড় সংস্থা। শুধু তাই নয় অ্যামাজন প্রাইম, ফ্যানকোড, টাইমস ইন্টারনেট, গুগল, ডিসকভারির মতো সংস্থাও এই দরপত্র তুলেছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত তাদের কাছে সময় আছে প্রত্যাশিত অর্থের পরিমান জানিয়ে বিসিসিআইকে ফের দরপত্র জমা দেওয়ার। এরপর বিসিসিআই সব খতিয়ে দেখে সম্প্রচারের দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে, তা ঘোষণা করবে।

নতুন বছরের মার্চ মাসে ভারতের মাটিতে প্রথম শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। এর আগে ভারতীয় মহিলা দল তিন দিন ব্যাপী মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফিতে অংশ নিয়েছে। যা চলত আইপিএলের সময়ই। কিন্তু আইপিএলে এই প্রথম অংশ নেবে ভারতের মহিলা ক্রিকেটাররা। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মাদের নিয়ে যে তুমুল আগ্রহ রয়েছে, তা বোঝাই যাচ্ছে। ফেব্রুয়ারিতে বসবে মেয়েদের আইপিএলের নিলামের আসর। ভারতীয় বোর্ড ভাবতে পারেনি, প্রথমবার মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে এতটা আগ্রহ দেখাবে নামী সংস্থাগুলি। দরপত্র প্রকাশের পর সংস্থাগুলি যে ভাবে সাড়া মিলেছে, তা দেখে আঁচ করা যাচ্ছে মিডিয়া রাইটসের দর উঠবে প্রায় কয়েকশো কোটি টাকা।

Leave a Reply